মোহনবাগান - ৩
কালিঘাট মিলন সঙ্ঘ - ০
শেষ পর্যন্ত জয় দিয়ে কলকাতা লীগের অভিযান সমাপ্ত করল গতবারের চ্যাম্পিয়নরা।
শুধু জেতাই নয়, এদিন দুর্দান্ত ফুটবল খেলল কিবু ভিকুনার ছাত্ররা। যা দেখে সবুজ মেরুন সমর্থকদের মনে হতেই পারে, যদি এই খেলাটা মরসুমের শুরু থেকে খেলতো তাদের প্রিয় দল!
আক্রমণাত্মক ফুটবল পছন্দ করেন কিবু। এবং অন্যদিনের মতো এদিনও তাঁর দল শুরু করে আগ্ৰাসী ভঙ্গিমায়। শুরু থেকেই বারবার মোহনবাগানের খেলোয়াড়দের আক্রমণের সামনে রীতিমতো দিশাহারা লাগে কালিঘাট রক্ষণকে। কিন্তু তা স্বত্ত্বেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। পঞ্চান্ন মিনিট অপেক্ষা করার অবশেষে গোল পায় সবুজ মেরুন শিবির। কর্নার থেকে বক্সে বল ভেসে আসলে জোরালো হেডে তা জালে জড়িয়ে দেন চামোরো।
এরপর কিবু চামোরোকে তুলে নেন। নামান জুলিয়েন কলিনাসকে। এবং কলিনাসের পাস থেকে সত্তর মিনিটে ২-০ করেন শেখ ফঈয়াজ। এর ঠিক আট মিনিট বাদেই আবার গোল! এবার মোরান্তে। শেষ পর্যন্ত ৩-০ গোলে ম্যাচ জিতে নেয় মোহনবাগান। এই জয়ের ফলে মোহনবাগান কলকাতা লীগে তাদের সবকটি ম্যাচ খেলে কুড়ি পয়েন্ট সংগ্ৰহ করল।
ছবি সৌজন্যে:- শ্রীজিতা দেব, পার্থ মল্লিক ও শুভম।
কালিঘাট মিলন সঙ্ঘ - ০
শেষ পর্যন্ত জয় দিয়ে কলকাতা লীগের অভিযান সমাপ্ত করল গতবারের চ্যাম্পিয়নরা।
শুধু জেতাই নয়, এদিন দুর্দান্ত ফুটবল খেলল কিবু ভিকুনার ছাত্ররা। যা দেখে সবুজ মেরুন সমর্থকদের মনে হতেই পারে, যদি এই খেলাটা মরসুমের শুরু থেকে খেলতো তাদের প্রিয় দল!
আক্রমণাত্মক ফুটবল পছন্দ করেন কিবু। এবং অন্যদিনের মতো এদিনও তাঁর দল শুরু করে আগ্ৰাসী ভঙ্গিমায়। শুরু থেকেই বারবার মোহনবাগানের খেলোয়াড়দের আক্রমণের সামনে রীতিমতো দিশাহারা লাগে কালিঘাট রক্ষণকে। কিন্তু তা স্বত্ত্বেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। পঞ্চান্ন মিনিট অপেক্ষা করার অবশেষে গোল পায় সবুজ মেরুন শিবির। কর্নার থেকে বক্সে বল ভেসে আসলে জোরালো হেডে তা জালে জড়িয়ে দেন চামোরো।
এরপর কিবু চামোরোকে তুলে নেন। নামান জুলিয়েন কলিনাসকে। এবং কলিনাসের পাস থেকে সত্তর মিনিটে ২-০ করেন শেখ ফঈয়াজ। এর ঠিক আট মিনিট বাদেই আবার গোল! এবার মোরান্তে। শেষ পর্যন্ত ৩-০ গোলে ম্যাচ জিতে নেয় মোহনবাগান। এই জয়ের ফলে মোহনবাগান কলকাতা লীগে তাদের সবকটি ম্যাচ খেলে কুড়ি পয়েন্ট সংগ্ৰহ করল।
ছবি সৌজন্যে:- শ্রীজিতা দেব, পার্থ মল্লিক ও শুভম।
No comments:
Post a Comment