জিতল পিয়ারলেস, তবে কি কলকাতা লীগে এবার নতুন চ‍্যাম্পিয়ন? - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

জিতল পিয়ারলেস, তবে কি কলকাতা লীগে এবার নতুন চ‍্যাম্পিয়ন? - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
পিয়ারলেস -২
ভবানীপুর - ০

ময়দানের ফুটবল মহলে এখন একটি বিষয় নিয়েই জল্পনা তুঙ্গে।

এবার কি কলকাতা লীগ তার একশো বাইশ বছরের ইতিহাসে আরেক নতুন চ‍্যাম্পিয়ন পেতে চলেছে?

গতকাল ভবানীপুরকে পিয়ারলেস হারিয়ে দেওয়ার ফলে সেই জল্পনা আরও মজবুত হল।

আট ম‍্যাচে পিয়ারলেসের পয়েন্ট এখন সতেরো। দ্বিতীয় স্থানে থাকা মহমেডানের থেকে এক পয়েন্ট বেশি, তাও আবার এক ম‍্যাচ কম খেলে। মোহনবাগান ও ভবানীপুর দুই দলের পয়েন্টই নয় ম‍্যাচে চোদ্দো। ফলে এই দুই দলই বেশ খানিকটা পিছিয়ে। অপরদিকে ইস্টবেঙ্গলের পয়েন্টও চোদ্দো, তবে আট ম‍্যাচে। আর আজ যদি তারা বিএসএসকে হারিয়ে দেয়, তবে তারা পয়েন্টের বিচারে পিয়ারলেসকে ধরে ফেলবে, এক ম‍্যাচ বেশি খেলে। যদিও গোল পার্থক‍্যে পিয়ারলেস অনেক এগিয়ে।

ভবানীপুরের বিরুদ্ধে গতকাল শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলতে শুরু করে পিয়ারলেস। পনেরো মিনিটের মাথায় এডমন্ডের গোলে এগিয়ে যায় তারা। এরপর ভবানীপুর ম‍্যাচে ফেরার চেষ্টা করে। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে তারা। কিন্তু গোল হয়নি। ষাট মিনিটের মাথায় ক্রোমার পাস থেকে জিতেন মুর্মু গোল করে ব‍্যবধান বাড়ান পিয়ারলেসের পক্ষে। দুই গোলে পিছিয়ে পড়ে হতোদ্যম হয়ে পরে ভবানীপুর। আর খেলায় ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-০ গোলে ম‍্যাচ জিতে নেয় পিয়ারলেস।

নিচে কলকাতা লীগের বর্তমান অবস্থান দেওয়া হল।
সূত্র:- কলকাতাফুটবল. কম।


No comments:

Post a Comment

Pages