অবশেষে গোল পেলেন মার্কোস, জিতে আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

অবশেষে গোল পেলেন মার্কোস, জিতে আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
ইস্টবেঙ্গল - ১
রেনবো এসি - ০

ইদানিং ইস্টবেঙ্গলের খেলা থাকলে লাল হলুদের সমর্থকদের মনে একটা প্রশ্ন একটু বেশিই জাগত।

তা হল, মার্কোস কবে গোল পাবেন?

তা লাল হলুদ সমর্থকরা এই প্রশ্নের উত্তর পেয়েই গেলেন শেষ পর্যন্ত! গোল পেলেন মার্কোস এসপাদা।

এদিন খেলার পয়ত্রিশ মিনিটের মাথায় রোনাল্ডো অলিভিয়েরাকে বক্সের মধ্যে রেনবোর ডিফেন্ডার ফাউল ক‍রলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। মার্কোস নিজেই এগিয়ে যান পেনাল্টি নিতে। এবং জোরালো শটে বল জালে জড়িয়ে দেন।

এদিন প্রথম থেকেই আক্রমণের রাস্তায় হাঁটে ইস্টবেঙ্গল। মাত্র তিন মিনিটের মাথায় পিন্টুর শট সেভ করেন রেনবোর গোলরক্ষক অঙ্কুর। এরপর সাত মিনিটে হুয়ানের পাস ধ‍রে মার্কোস শট নিলে তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপর দুই দলের খেলোয়াড়রাই মাঝে মধ্যে গোল লক্ষ্য করে শট বেশ কিছু শট নেন। কিন্তু কোনপক্ষই সফল হয়নি। বিরতিতে খেলার ফলাফল ছিল ইস্টবেঙ্গলের পক্ষে ১-০।

বিরতির পরে ইস্টবেঙ্গল গোল বাড়ানোর চেষ্টা করে। কিন্তু সেই কাজে তারা সফল হয়নি। পক্ষান্তরে রেনবোর খেলোয়াড়রা বেশ কিছু ভালো আক্রমণ তুলে আনেন মার্কোসের করা একমাত্র গোলটি পরিশোধ করার লক্ষ্যে। সত্তর মিনিটের মাথায় বক্সের ভিতর কাজিম হেড করে বল নামিয়ে দিলে ফেলিক্স চিডি জোরালো শট নেন। কিন্তু সেই শট পোস্টে লেগে বাইরে চলে যায়। একটু এদিক ওদিক হলে যা থেকে বিপদ ঘটতেই পারত।

ম‍্যাচে শেষ পর্যন্ত আর গোল হয়নি। ১-০ গোলে ম‍্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল। এই মুহূর্তে লাল হলুদের পয়েন্ট পিয়ারলেসের সমান। এক ম‍্যাচ বেশি খেলে।

ছবি সৌজন্যে:- তনময় দাস










No comments:

Post a Comment

Pages