'খেপুড়ে' ক্রোমার জোড়া গোলে ভর করেই লীগ জয়ের দোরগোড়ায় পিয়ারলেস। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

'খেপুড়ে' ক্রোমার জোড়া গোলে ভর করেই লীগ জয়ের দোরগোড়ায় পিয়ারলেস। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
পিয়ারলেস - ২
জর্জ টেলিগ্ৰাফ - ০

তাঁর সম্পর্কে যা শোনা যায়, তা হল, তিনি কখনও 'বসে থেকে' সময় নষ্ট করেন না।

যখন দলের খেলা থাকে না, তখনও তিনি এখানে ওখানে খেপ খেলে বেড়ান। এতটাই ফুটবল অন্ত প্রাণ। অবশ্য এর পেছনে আর্থিক প্রয়োজনও আছে।

তা একসময়ে দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বাতিল 'খেপুড়ে' আনসুমানা ক্রোমার উপর নির্ভর করেই ময়দানের এক তথাকথিত ছোট দল, পিয়ারলেস এবছর কলকাতা লীগে নতুন অধ‍্যায় রচনার পথে। কাকতলীয় হল, মোহনবাগান ও ইস্টবেঙ্গল, দুই বড় দল, যেখান থেকে এককালে তাঁকে বাতিল করা হয়, সেই দুই বড় দলকেই এবারের কলকাতা লীগে পরাজয় স্বীকার করতে হয়েছে তাঁর দলের কাছে, তাঁরই করা গোলে। বিশেষত বঙ্গকন‍্যা পূজার সাথে বিবাহ হবার পর তাঁর খেলায় ধার যেন আরো বেড়ে গিয়েছে। ইদানিং ক্রোমা এবং তাঁর স্ত্রী অনেক মানবিক কাজকর্মও করে থাকেন।

এবং শেষ ম‍্যাচেও অনবদ্য আনসুমানা ক্রোমা! আজও দুই অর্ধে দুটি গোল করে পিয়ারলেসকে সহজ জয় এনে দিলেন। নেতৃত্ব দিলেন গোটা দলকে। যা পরিস্থিতি, এখন পিয়ারলেসের কলকাতা লীগ চ‍্যাম্পিয়ন হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইস্টবেঙ্গলের খেলা এদিন মাঠে জল জমে থাকার কারণে ভেস্তে না গেলে হয়তো এদিনই সরকারি ভাবে কলকাতা লীগজয়ীদের তালিকায় নাম উঠে যেত পিয়ারলেসের। কারণ আজকের পর পিয়ারলেসের গোল পার্থক্য গিয়ে দাঁড়ালো +১৩তে। ইস্টবেঙ্গলের এখন গোল পার্থক্য +৭। অর্থাৎ শততম বর্ষে কলকাতা লীগ জয় করতে হলে শেষ ম‍্যাচে ক‍্যালকাটা কাস্টমসকে অন্তত সাত গোলের ব‍্যবধানে হারাতে হবে ইস্টবেঙ্গলকে। যা কিনা যথেষ্টই কঠিন।

ইস্টার্ন রেলের পর তিন প্রধানের বাইরে অবশেষে এক নতুন চ‍্যাম্পিয়ন পেতে চলেছে কলকাতা ময়দান। যা কিনা কলকাতা ফুটবলের পক্ষে যথেষ্ট ভালো বিজ্ঞাপন।



No comments:

Post a Comment

Pages