শ‍্যামনগরবাসীর নতুন আশার আলো, "শ‍্যামনগর অ্যরোজ ইউনাইটেড"। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

শ‍্যামনগরবাসীর নতুন আশার আলো, "শ‍্যামনগর অ্যরোজ ইউনাইটেড"। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
শ‍্যামনগরকে ঘিরে বাঙালির গর্বের শেষ নেই। দীর্ঘদিন ধরে বহু দিকপাল ফুটবল খেলোয়াড়ের জন্ম দিয়ে আসছে উত্তর ২৪ পরগনার এই অঞ্চল। কিন্তু সেই অর্থে এতদিন ধরে কোনও ফুটবল আকাডেমী ছিল না শ‍্যামনগরে। যা কিনা শ‍্যামনগরবাসীদের বহুদিনের আক্ষেপের বিষয়।

কিন্তু এই বার তাঁদের সেই আক্ষেপের ইতি ঘটল। গতকাল ই সরকারিভাবে সোসাইটি অ্যক্টে নথিভুক্ত হল শ‍্যামনগরের নতুন ফুটবল আকাডেমীর। যার পোশাকি নাম "শ‍্যামনগর অ্যরোজ ইউনাইটেড"।  এবং এই আকাডেমীটি তৈরি করতে যিনি অক্লান্তভাবে পরিশ্রম করেছেন, সেই বিশ্বজিৎ দে আজ প্রচণ্ড খুশি। মূলত তাঁর একনিষ্ঠ উদ্যোগেরই ফসল এই "শ‍্যামনগর অ্যরোজ ইউনাইটেড"। আকাডেমী গঠনের পর তাঁর লক্ষ্য, আরও ভালো ভাবে এবং সুগঠিতভাবে নতুন নতুন প্রতিভাবান ফুটবলারদের তুলে আনা, যাতে তারা বাংলা তথা ভারতীয় ফুটবলের সেবা করতে পারে দীর্ঘদিন ধরে।

No comments:

Post a Comment

Pages