জিতে ফের শীর্ষে পিয়ারলেস, ইতিহাস গড়ার লক্ষ্যে আরও এক ধাপ। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

জিতে ফের শীর্ষে পিয়ারলেস, ইতিহাস গড়ার লক্ষ্যে আরও এক ধাপ। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
পিয়ারলেস - ১
রেনবো এসি - ০

কলকাতা লীগে স্বপ্নের দৌড় অব্যাহত পিয়ারলেসের।

এক ম‍্যাচ বাকি থাকতে ফের শীর্ষস্থান দখল করল তারা। ইস্টবেঙ্গল এবং পিয়ারলেস, দুই দলেরই পয়েন্ট দশ ম‍্যাচে কুড়ি। কিন্তু গোল পার্থক্য ভালো থাকার জন্য শীর্ষে রইল পিয়ারলেস।

চ‍্যাম্পিয়ন হতে গেলে জিততেই হবে, এরকম পরিস্থিতিতে খেলতে নেমে শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় পিয়ারলেস। এবং মাত্র দশ মিনিটেই কাঙ্খিত গোলের সন্ধান পেয়ে যায় তারা। জিতেন মুর্মুর থেকে বল পেয়ে পঙ্কজ মৌলা ঠিকানা লেখা পাস বাড়ান দীপেন্দু দুয়ারির উদ্দেশ্যে। যা থেকে অনায়াসে পিয়ারলেসকে এগিয়ে দেন দীপেন্দু। এরপর গোটা ম‍্যাচে আর কোনো গোল হয়নি। যদিও দুদলই ম‍্যাচে বেশ কিছু ভালো সুযোগ পায়।

গতবার অসাধারণ খেলেও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয় পিয়ারলেসকে। এখন যা পরিস্থিতি, তাতে দরকার আর মাত্র একটা জয়ের। তাহলেই কলকাতা লীগে ইতিহাস গড়বে পিয়ারলেস। পারবে কি তারা? সেই প্রশ্ন এখন সকলের মনে।


ছবি সৌজন্যে:- শ্রীজিতা দেব (পিডব্লুআর২৪x৭)।










No comments:

Post a Comment

Pages