বাংলা - ৪
ওড়িশা - ০
গ্ৰুপের প্রথম খেলায় বিহারের বিরুদ্ধে অজস্র সুযোগ নষ্ট করে ০-১ গোলে হেরে গিয়েছিল বাংলা। যে বিহারের বিরুদ্ধে ওড়িশা কিনা ৬-১ গোলে জয় পেয়েছিল আগের ম্যাচে। ফলে বাংলার পরের রাউন্ডে যাওয়া নিয়ে সংশয় দেখা দেয়।
কিন্তু আগের দিন ওড়িশাকে বড় ব্যবধানে হারিয়ে পরের পর্বে যাবার ছাড়পত্র আদায় করে নেয় বাংলা। প্রথম ম্যাচে হারায় ওড়িশা এবং বিহারকে গোল পার্থক্যে অতিক্রম করতে হত বাংলাকে। এবং সেটা সম্ভব করার জন্য ন্যুনতম তিন গোলের ব্যবধানে জিততে হত ওড়িশার বিরুদ্ধে।
No comments:
Post a Comment