ইতিহাস রচনা করতে মরিয়া পিয়ারলেস, শতবর্ষে লীগ চায় লাল হলুদ শিবিরও। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

ইতিহাস রচনা করতে মরিয়া পিয়ারলেস, শতবর্ষে লীগ চায় লাল হলুদ শিবিরও। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
সেই ১৯৬৮!

প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই বছর ইস্টার্ন রেল কলকাতা লীগে চ‍্যাম্পিয়ন হয়েছিল।

তারপর কেটে গেছে দীর্ঘ একষট্টি বছর।

কিন্তু না। ইস্টবেঙ্গল, মোহনবাগান অথবা মহমেডান। এই তিন দলের বাইরে অন্য কোনও দল কলকাতা লীগ জয় করতে পারেনি। এই তিন দলের মধ্যে মহমেডান শেষবার কলকাতা লীগে বিজয়ী হয় ১৯৮১তে।

অর্থাৎ শেষ আটত্রিশ বছর ধরে কলকাতা লীগ পেয়ে আসছে হয় ইস্টবেঙ্গল নয় মোহনবাগান।

আজ কি হবে? পারবে কি পিয়ারলেস সেই পুরোনো ইতিহাস নতুন করে লিখতে? লীগ টেবিলের যা অবস্থা, তাতে জর্জ টেলিগ্ৰাফের বিরুদ্ধে জয় পেলেই জহর দাসের ছাত্ররা কলকাতা লীগে এক নতুন অধ‍্যায়ের সূচনা করবে। কারণ তাদের আর দ্বিতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গলের পয়েন্ট সমান হলেও গোল পার্থক‍্যে ক্রোমারা অনেকটাই এগিয়ে। পিয়ারলেসের গোল পার্থক্য যেখানে +১১, সেখানে ইস্টবেঙ্গলের গোল পার্থক্য +৭। অর্থাৎ পিয়ারলেস যদি আজকের ম‍্যাচে জয়লাভ করে, তাহলে ইস্টবেঙ্গলকে কলকাতা লীগ জিততে গেলে ক‍্যালকাটা কাস্টমসকে অন্তত পাঁচ গোলের ব‍্যবধানে হারাতে হবে। যা খুবই কঠিন কাজ।

কিন্তু খেলার মাঠে অসম্ভব বলে কিছু নেই। অতীতে দেখা গেছে, বহুবার কঠিন পরিস্থিতি থেকে ইস্টবেঙ্গল খেতাব ছিনিয়ে নিয়েছে। এবারও কি তাই হবে? ক্লাবের শতবর্ষ বলে কথা। বর্তমানে ভারতীয় ফুটবলের মানচিত্রে কলকাতা লীগের গুরুত্ব সেভাবে না থাকা স্বত্ত্বেও এই লীগ পৃথিবীর ফুটবলে অন‍্যতম প্রাচীন লীগ। এখনও এই লীগ থেকে বহু প্রতিশ্রুতিমান ফুটবলার উঠে আসে। ইতিপূর্বে ক্লাবের রজতজয়ন্তী, সুবর্ণজয়ন্তী এবং প্ল‍্যাটিনামজয়ন্তী বর্ষে এই লীগ জিতেছে লাল হলুদ শিবির। এরপর শতবর্ষেও যদি ইস্টবেঙ্গল কলকাতা লীগ জিততে পারে, তাহলে একটা ঐতিহাসিক ব‍্যাপার ঘটবে। তাই লাল হলুদ সদস্য সমর্থকদের একাংশ বিশেষ ভাবে চান, এইবছর তাঁদের প্রিয় দল কলকাতা লীগ জিতুক।

অন্য দিকে আজ পিয়ারলেস এবং ইস্টবেঙ্গল, এই দুই দলের খেলার দিকে নজর থাকবে সবুজ মেরুন শিবিরেরও। কারণ, যদি কালিঘাট মিলন সঙ্ঘের তারা জেতে, এবং পিয়ারলেস ও ইস্টবেঙ্গল পরাজিত হয়, তিন দলেরই পয়েন্ট হবে কুড়ি। সেক্ষেত্রে কম গোল খাওয়ার কারণে কলকাতা লীগের শিরোপা ধরে রাখতে পারবে মোহনবাগান।

সবমিলিয়ে শেষ পর্বে তাই বেশ জমজমাট কলকাতা লীগ।





No comments:

Post a Comment

Pages