মহত্বে অসাধারণ নজির নন্দীবাগানের প্রদীপের। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

মহত্বে অসাধারণ নজির নন্দীবাগানের প্রদীপের। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
নাম প্রতুনু পাখিরা। একজন আদ্যোপান্ত মোহনবাগান সমর্থক। আর পাঁচজন মোহনবাগান সমর্থকের মতোই সেদিন ট্রেনে করে প্রিয় দলের খেলা দেখতে যাচ্ছিলেন। এ পর্যন্ত খুবই সাধারণ এবং নিত্যনৈমিত্তিক ঘটনা।

কিন্তু এরপর যে ঘটনাটা ঘটল, সেটাকে আর শুধু মাত্র ঘটনা বলা চলে না। কোনো এক কারণে প্রতুনু ট্রেনের দরজা দিয়ে মুখ বাড়িয়ে দেখতে গিয়েছিল, আর তখনই ঘটে যায় সেই মর্মান্তিক দুর্ঘটনা। দরজা দিয়ে মুখ বাড়িয়ে থাকা অবস্থায় একটি পোস্টে সজোরে ধাক্বা খায় সে। পরে খুবই গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য প্রতুনু। আর্থিক অবস্থাও খুব একটা সচ্ছল নয়। চিকিৎসার জন্য চাই বিশাল পরিমাণ অর্থ। কিন্তু কোথা থেকে আসবে এই অর্থ? কে দেবে?

এই পরিস্থিতিতে প্রতুনুর পাশে এসে দাঁড়িয়েছেন নন্দীবাগানে বসবাসকারী লাল হলুদ সমর্থক প্রদীপ চক্রবর্তী। যিনি বহু সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত। আর এই ক্ষেত্রে প্রতুনুর চিকিৎসার যাবতীয় দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রদীপবাবু। অর্থ সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাহায্য করছেন তিনি। শুধু তাই নয়, দিনরাত যখনই সম্ভব হয়, প্রতুনুর পাশে গিয়ে দাঁড়ান। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং বর্তমানে ইস্টবেঙ্গল দলের ম‍্যানেজার দেবরাজ চৌধুরীও। ইতিমধ্যেই প্রতুনুর চিকিৎসার জন্যে বেশ কিছু অর্থ সংগ্রহ করা হয়েছে। কিন্তু আরও অনেক অর্থের প্রয়োজন। এই পরিস্থিতিতে দরকার সমগ্ৰ ফুটবলপ্রেমীদের এক হওয়া লাল হলুদ সবুজ মেরুন নির্বিশেষে। সকলের প্রচেষ্টায় আশা করা যায়, প্রতুনু পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

No comments:

Post a Comment

Pages