আজ মুখোমুখি মহমেডান-পিয়ারলেস, লীগের ফয়সালা কি আজই ? - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

আজ মুখোমুখি মহমেডান-পিয়ারলেস, লীগের ফয়সালা কি আজই ? - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
ইস্টবেঙ্গল বা মোহনবাগান কারোরই খেলা নয়। তাও পরিস্থিতির বিচারে কলকাতা লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম‍্যাচ। শেষ কবে কলকাতা ময়দানে এরকম ঘটনা ঘটেছে তা মনে করে বলতে পারছেন না কেউ ই। কিন্তু হ‍্যাঁ, এটাই বাস্তব। আজকের মহমেডান-পিয়ারলেস ম‍্যাচ যে এবারের কলকাতা লীগের চ‍্যাম্পিয়ন নির্ণায়ক ম‍্যাচ হতে চলেছে, তা একবাক্যে মেনে নিচ্ছেন সবাই। পাশাপাশি অনেকে এটাও চাইছেন, ইস্টবেঙ্গল, মোহনবাগান বাদে এই বছরের লীগে অন্য কোনো দল চ‍্যাম্পিয়ন হোক। যা কিনা সার্বিকভাবে বাংলা ফুটবলের পক্ষে খুবই ইতিবাচক হবে। কারণ দীর্ঘকাল ধরে কলকাতা লীগ শুধু মাত্র ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগান ই পেয়ে আসছে। যেটা কলকাতা লীগের প্রতি ফুটবলপ্রেমীদের একাংশের আগ্ৰহ কমার অন‍্যতম কারণ।

এইমুহূর্তে পিয়ারলেসের পয়েন্ট আট ম‍্যাচে সতেরো, মহমেডানের নয় ম‍্যাচে ষোল। তেমনই ইস্টবেঙ্গলের পয়েন্ট নয় ম‍্যাচে সতেরো। সেক্ষেত্রে আজ পিয়ারলেস যদি কোনোভাবে জিতে যায়, তাহলে তাদের পরের দুই ম‍্যাচের যেকোনো একটিতে জিতলেই তারা চ‍্যাম্পিয়ন। আর যদি আজ মহমেডান জেতে, তাহলে সাদা কালোর সামনেও সুযোগ এসে যাবে বহুদিন পর কলকাতা লীগ জেতার। সেক্ষেত্রে তাদের শেষ ম‍্যাচে ইস্টবেঙ্গলকে হারাতেই হবে।

আজকের ম‍্যাচের দিকে তাকিয়ে থাকবে লাল হলুদ শিবিরও। কারণ আজ যদি মহমেডান পিয়ারলেসের বিরুদ্ধে জয়লাভ করে, তাহলে শেষ দুই ম‍্যাচে জিতলে চ‍্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে তাদের কাছেও। সবচেয়ে জটিল পরিস্থিতি সৃষ্টি হবে যদি আজকের ম‍্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়।

তাই আজকের ম‍্যাচের দিকে অধীর আগ্রহে নজর থাকবে গোটা বাংলার ফুটবল মহলের।



No comments:

Post a Comment

Pages