বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলতে পারে ভারত। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলতে পারে ভারত। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
সমগ্র ভারতবাসীর জন্য বড় সুখবর!

ভারতীয় দলের ফুটবলারদের সম্পর্কে বলা যেতে পারে, সম্ভবত তাঁরা তাঁদের জীবনের সবচাইতে দামি ম‍্যাচ খেলতে চলেছেন!

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২০র মার্চ মাসে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে একটি ফিফা ফ্রেন্ডলি খেলতে পারে ভারতীয় ফুটবল দল। যে ক্রোয়েশিয়া কিনা ২০১৮এ রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে রানার্স হয়েছে। শুধু তাই নয়, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ গতবছর ব‍্যালন ডি'অর জিতেছিলেন। সেই অর্থে মদ্রিচ এইমুহূর্তে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়। বর্তমানে বিশ্বফুটবলে ফিফা ক্রমতালিকায় ক্রোয়েশিয়া অষ্টম স্থানে রয়েছে।

এই ম‍্যাচ আয়োজন করার জন্যে মূলত উদ্যোগ নিয়েছেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ নিজেই। তাঁর অনুরোধের ভিত্তিতেই এআইএফএফ সচিব কুশল দাস ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্ৰেবে যান ও ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ডাভর সুকেরের সাথে বৈঠক করেন। উল্লেখ্য, ১৯৯৮এ ফ্রান্সে আয়োজিত ফুটবল বিশ্বকাপে আবির্ভাবেই তৃতীয় হয় ক্রোয়েশিয়া। সেই দলে একসঙ্গে খেলেছেন ভারতের বর্তমান কোচ ইগর স্টিমাচ ও ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ডাভর সুকের। দুজনের মধ্যে বন্ধুত্বও বহুদিনের।

সবমিলিয়ে এখন এক মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল। বিশ্বকাপ রানার্স ক্রোয়েশিয়া আর ভারত, এই দুই দেশ ফুটবল মাঠে এখন পরস্পরের মুখোমুখি হয় কিনা, সেই দিকেই নজর সকলের।


ছবি সৌজন্যে:- কিক অফ এবং টাইমস গ্ৰুপ।

No comments:

Post a Comment

Pages