আবারও হার মোহনবাগানের, এবার এরিয়ানের কাছে। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

আবারও হার মোহনবাগানের, এবার এরিয়ানের কাছে। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
এরিয়ান - ২
মোহনবাগান - ১

এবারের কলকাতা লীগে মাঝে মধ‍্যেই ছন্দ হারাচ্ছে মোহনবাগান। এবং এরিয়ানের বিরুদ্ধেও তার ব‍্যতিক্রম হল না। গত ম‍্যাচে জর্জ টেলিগ্ৰাফকে বড় ব‍্যবধানে হারিয়ে প্রবলভাবে কলকাতা লীগ জয়ের দৌড়ে ফিরে আসে গতবারের চ‍্যাম্পিয়নরা। কিন্তু আজ হেরে আবার নিজেদের রাস্তা কঠিন করে তুলল সবুজ মেরুন শিবির।

এদিন শুরু থেকেই কিবু ভিকুনার দলের খেলায় কোনও ছন্দ ছিল না‌। মাঝে মাঝে বিক্ষিপ্ত ভাবে আক্রমণ হলেও, তা এরিয়ানের রক্ষণ ভাঙার জন্যে যথেষ্ট ছিল না। বরং চৌষট্টি মিনিটের মাথায় গ‍্যাছের গোলে এগিয়ে যায় এরিয়ান।

গোল খাওয়ার পর কিবু ভিকুনা চামোরো ও সুহেরকে তুলে নামান ফ্রান গঞ্জালেজ ও শুভ ঘোষকে। কিন্তু তাতে খুব বেশি লাভ হয়নি। আশি মিনিটে এরিয়ানকে ২-০ এগিয়ে দেন সন্দীপ ওঁরাও। এরপর খেলার অন্তিম লগ্নে শুভ ঘোষ দুরন্ত গোলে ব‍্যবধান কমালেও, লাভ হয়নি। শেষ পর্যন্ত ১-২ গোলে হেরে এগারো পয়েন্টেই আটকে থাকল সবুজ মেরুন ব্রিগেড। সাতটি ম‍্যাচ খেলে।



ছবি সৌজন্যে:- শ্রীজিতা দেব

No comments:

Post a Comment

Pages