গোল নষ্টের খেসারত দিয়ে লীগ টেবিলে শীর্ষে যাবার সুযোগ হাতছাড়া ইস্টবেঙ্গলের। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

গোল নষ্টের খেসারত দিয়ে লীগ টেবিলে শীর্ষে যাবার সুযোগ হাতছাড়া ইস্টবেঙ্গলের। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
ইস্টবেঙ্গল - ২
ভবানীপুর - ২

লীগ শীর্ষে যাবার সুবর্ণ সুযোগ নষ্ট করল লাল হলুদ ব্রিগেড। এদিন দু দুবার এগিয়ে গিয়েও জয় হাতছাড়া হল লাল হলুদের।

কলকাতা লীগ চ‍্যাম্পিয়ন হতে গেলে প্রতিটি ম‍্যাচে জিততে হবে, এই পরিস্থিতিতে আজ ভবানীপুরের বিরুদ্ধে খেলতে নামে ইস্টবেঙ্গল। এবং শুরু থেকেই আক্রমণের রাস্তায় হাঁটে তারা। এদিন আলেহান্দ্রো বিদেশিদের মধ্যে প্রথম দলে রাখেন বোরহা, কোলাডো এবং হুয়ানকে। এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে কাশিমের বদলে এদিনও খেলান টোনডম্বা নাওরেমকে। এবং বলা বাহুল্য, হুয়ান, কোলাডো, পিন্টু, বিদ্যাসাগর একসাথে দলে থাকায় শুরু থেকেই ঝড় তোলে ইস্টবেঙ্গল। মাত্র তিন মিনিটের মাথায় লালরিনডিকার অসাধারণ কর্নারে বিদ্যাসাগর পা ছোঁয়াতে ব‍্যর্থ হন। নাহলে ইস্টবেঙ্গল তখনই গোল পেয়ে যায়। অবশ্য গোলের জন্য তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। বিদ্যাসাগরের সুযোগ নষ্টের মাত্র তিন মিনিট বাদেই বক্সের ঠিক বাইরে থেকে পিন্টু মাহাতার দুরন্ত শট ভবানীপুরের জালে জড়িয়ে যায়। ভবানীপুরের গোলরক্ষক অভিজিৎ দাস ঝাঁপিয়ে পড়ে বলে হাত লাগিয়েও যে শট বাঁচাতে পারেননি। এরপর বেশ কিছুক্ষণ একতরফা আক্রমণ চালায় লাল হলুদ বাহিনী। যদিও প্রথমার্ধে আর গোলসংখ‍্যা বাড়েনি।

দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গল প্রথমার্ধের মতোই আক্রমণাত্মকভাবে আরম্ভ করে। এবং মাঝে মাঝে ভবানীপুরের যে দুই একটা আক্রমণ তৈরি হচ্ছিল, তা দক্ষতার সঙ্গেই মোকাবিলা করছিলেন টোনডম্বা, বোরহা, মেহতাবরা। এরপর ইস্টবেঙ্গল কোচ আলেহান্দ্রো গোল বাড়ানোর উদ্দেশ্যে হুয়ানকে বসিয়ে নামান মার্কোসকে। কিন্তু এই পরিবর্তন করার ফলে লাল হলুদের আক্রমণের ছন্দ নষ্ট হয়ে যায়। এবং খেলার দখল নিতে শুরু করে ভবানীপুর। এবং সমতায় ফেরে তারা। সুপ্রিয় কামোকে বল পাস করলে তা থেকে অসাধারণ কোনাকুনি শটে লাল হলুদ গোলরক্ষক রালতেকে পরাস্ত করেন কামো। এরপর দুদলই বেশ কিছু সুযোগ পায়। কিন্তু কোন গোল হয়নি। বিশেষত চুয়াত্তর মিনিটে ছয় গজের বক্সের ভিতর থেকে অবিশ্বাস্যভাবে ফাঁকা গোলে বল ঠেলতে ব‍্যর্থ হন মার্কোস। এর ঠিক অব‍্যবহিত পরেই সুবিধাজনক অবস্থা থেকে কোলাডো বারের অনেক উপর দিয়ে বল উড়িয়ে দেন। লাল হলুদ জনতার মনে জয়ের আশা ফের জাগিয়ে তোলেন বোরহা। তিরাশি মিনিটে কোলাডোর ফ্রিকিক থেকে দুর্দান্ত হেডে গোল করে ইস্টবেঙ্গলকে ম‍্যাচে দ্বিতীয়বারের জন্য এগিয়ে দেন তিনি। যখন মনে হচ্ছিল ইস্টবেঙ্গল তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে, তখনই আবার ছন্দপতন। জগন্নাথ কামোকে লক্ষ্য করে বক্সে বল বাড়ালে তা সরাসরি গোলে ঢুকে যায়। ফলে ম‍্যাচ অমীমাংসিত রেখেই মাঠ ছাড়তে হয় লাল হলুদ বাহিনীকে।

এই ড্রয়ের ফলে আট ম‍্যাচে চৌদ্দ পয়েন্টে আটকে গেল ইস্টবেঙ্গল। সেইসঙ্গে এখনও পর্যন্ত একটি গোলও করতে না পারা মার্কোসকে নিয়েও কিন্তু ধীরে ধীরে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। আই লীগে তিনি আদৌ সফল হবেন তো?

ছবি সৌজন্যে:- শ্রীজিতা দেব


No comments:

Post a Comment

Pages