দুর্দান্ত টিমগেমে এরিয়ান বধ লাল হলুদের। - দীপ্তাশিস দাশগুপ্ত। - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

দুর্দান্ত টিমগেমে এরিয়ান বধ লাল হলুদের। - দীপ্তাশিস দাশগুপ্ত।

Share This


ইস্টবেঙ্গল - ৩
এরিয়ান - ০

এককথায় মসৃণ জয়। এভাবেই ব‍্যাখ‍্যা করা যেতে পারে আজকের লাল হলুদের পারফরম্যান্সকে। তাও আবার এরিয়ানের বিরুদ্ধে! যে এরিয়ান কিনা নিজেদের মাঠে বরাবরই ইস্টবেঙ্গলের শক্ত গাঁট। সেই শক্ত গাঁট এদিন লাল হলুদ ব্রিগেড উপড়ে ফেলল দলের বিদেশি স্ট্রাইকার মার্কোসকে ছাড়াই। আরেকটি চমকপ্রদ তথ্য হল, আজকে গোল পাননি বিদ্যাসাগর বা রোনাল্ডোও। স্ট্রাইকার রা গোল না পাওয়া স্বত্ত্বেও দল জিতল তিন গোলের ব‍্যবধানে। এই তথ্যই প্রমাণ করে ইস্টবেঙ্গল দলের গভীরতা কতটা। আর এর জন্য সিংহভাগ কৃতিত্ব প্রাপ্য লাল হলুদের স্প‍্যানিশ কোচ আলেহান্দ্রোর।

সমস্ত খেলোয়াড়দের দেখে নেবার জন্য ডুরান্ডে একেক ম‍্যাচে একেকরকম দল নামান লাল হলুদ কোচ। যার জন্যে অনেকেই সমালোচনা করেছিলেন আলেহান্দ্রোর। যে সমালোচকদের তালিকায় ছিলেন বেশ কিছু নামি প্রাক্তন ফুটবলারও। কিন্তু সেসব পাত্তা দেননি আলেহান্দ্রো। নিজের পরিকল্পনা অনুযায়ী চলেছেন। নজর দিয়েছেন জুনিয়র ফুটবলারদের তুলে আনার এবং ঘুরিয়ে ফিরিয়ে দলের সব ফুটবলারদের খেলানোর ব‍্যাপারে। যাতে রিসার্ভ বেঞ্চ তৈরি থাকে। প্রতিটা পজিশনে বিকল্প তৈরি থাকে। জোর দিয়েছেন ফিটনেস বাড়ানোর ওপর। যাতে দলের খেলোয়াড়রা ম‍্যাচ চলাকালীন ক্লান্ত না হয়ে পড়েন।

যার প্রভাব পড়ছে দলের খেলায়। প্রতি ম‍্যাচে অসাধারণ টিমগেম খেলছে দল। প্রচুর পাস খেলছে দল মাটিতে বল রেখে। আক্রমণেও বৈচিত্র্য আসছে। আজকে ইস্টবেঙ্গলের তিনটি গোল ই এই টিমগেম ও বৈচিত্র্যময় আক্রমণের ফসল। প্রথম টা করলেন লালরিনডিকা রালতে। পরের দুটি করেন কোলাডো। সারা মাঠ জুড়ে খেলেন কাশিম আইদারা। যিনি নিজের যাবতীয় খামতি ঢেকে দিচ্ছেন অক্লান্ত পরিশ্রম ও দলের প্রতি দায়বদ্ধতার জোরে। উন্নতির ছোঁয়া মনোজ মহম্মদের খেলাতেও।

এবং মার্তি। মরসুমের শুরুতে তাঁকে দলে নেওয়ার কারণে অনেকের কাছে চক্ষুশূল হয়েছিলেন আলেহান্দ্রো। কিন্তু রিয়াল মাদ্রিদের প্রাক্তন ইয়ুথ ডেভেলপমেন্ট ম‍্যানেজারের অগাধ আস্থা ছিল তাঁর প্রতি। এবং যত দিন যাচ্ছে, খোলস ছেড়ে বেরোচ্ছেন মার্তি। আগের দিন বিএসএসের বিরুদ্ধে কর্দমাক্ত মাঠে অসাধারণ ফুটবল খেলার পর এদিনও গোটা ম‍্যাচে দলের রক্ষণভাগকে নেতৃত্ব দিলেন। ভোঁতা করলেন বিপক্ষের সব আক্রমণ। খেলা নিয়ন্ত্রণ করার জন্যে মাঝে মাঝেই উঠে যাচ্ছিলেন মাঝমাঠে। বেশ কয়েকবার ডিফেন্সচেরা থ্রু বাড়ালেন ফরোয়ার্ডদের উদ্দেশ্যে। বুঝিয়ে দিলেন, তাঁর ওপর ভরসা করে কোনো ভুল করেননি আলেহান্দ্রো।

ডার্বি সামনেই। তার আগে বড় জয় পেয়ে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল লাল হলুদ ব্রিগেড।

No comments:

Post a Comment

Pages