বিশ্বমঞ্চে সিন্ধু সভ‍্যতার নবজাগরণ। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

বিশ্বমঞ্চে সিন্ধু সভ‍্যতার নবজাগরণ। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
সিন্ধু সভ‍্যতা তাহলে আজও অক্ষত!
হ‍্যাঁ, ব‍্যাডমিন্টন হলেও একথা সত্যি।

কি বলবেন একে?

অবিশ্বাস্য?অসাধারণ? না অন্য কিছু?

সত্যি কথা বলতে গেলে সিন্ধুর এই পারফরম‍্যান্সকে ব‍্যাখ‍্যা করার জন্যে বোধহয় কোনো বিশেষণই যথেষ্ট নয়।

নোজোমি ওকুহারা এই মুহূর্তে এই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।   আর বিশ্বর‍্যাঙ্কিংএও সিন্ধুর থেকে উপরে। তা স্বত্ত্বেও তাঁকে পরাজিত করেই বিশ্ব ব‍্যাডমিন্টন চ‍্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন তিনি। বা বলা চলে, একরকম উড়িয়ে দিয়ে জিতলেন! এবং খেলার ফলাফল থেকেও যা স্পষ্ট।

খেলার প্রথম থেকেই রাশ নিজের হাতে নিয়ে নেন পি ভি সিন্ধু। শুরু থেকেই প্রতিপক্ষকে একেবারে নাস্তানাবুদ করে দেন তিনি। দুর্দান্ত সার্ভিস থেকে একের পর এক নিখুঁত স্ম‍্যাশ, কোনো কিছুরই জবাব ছিল না ওকুহারার কাছে। ম‍্যাচ টা দেখে একবারও মনে হয়নি, ওকুহারা ঘুরে দাঁড়াতে পারেন। শেষ পর্যন্ত সিন্ধু ২১-৭, ২১-৭ ফলাফলে স্ট্রেট সেটে জিতে নেন একতরফা ফাইনাল।

সেই সঙ্গে প্রথম বারের জন্য বিশ্ব ব‍্যাডমিন্টন খেতাব জিতলেন কোনো ভারতীয় হিসাবে। এর আগে ২০১৭ এবং ২০১৮ তে ফাইনালে উঠেও হার মানতে হয়েছিল স্পেনের ক‍্যারোলিনা মারিনের কাছে। কিন্তু এবার যেন পণ করে নেমেছিলেন, স্বর্ণপদক জিতেই ছাড়বেন।

এবং জিতলেন! সাথে বিশ্ব ব‍্যাডমিন্টন মঞ্চে প্রথমবারের জন্য সকলের উপরে তুলে ধরলেন তিরঙ্গা।

No comments:

Post a Comment

Pages