জ্যোতিষ গুহ, পল্টু দাস,স্বপন বল বেঁচে থাকলে হয়তো বলতেন “ ও নীতু, ও কল্যান, এতো তাড়াহুড়ো করে সেন্টিনারিটা সেলিব্রেট না করে চলো ভাবি কি করে আইলীগ টা জেতা যায় । ওটা বেশি জরুরী । আইলীগটা জিতেই সেন্টিনারীটা সেলিব্রেট করবো” । একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে আমি মনে করি যে আমাদের ক্লাবের শেষ সাফল্য বলতে আশিয়ান কাপ জয় ২০০৩ সালে । তারপরে খুব বিক্ষিপ্ত ভাবে আমার ছেলেবেলার চেনা ইস্টবেঙ্গলকে পেয়েছি ফেড কাপ জেতার বছরগুলোতে । আসলে আইলীগ না আসার চাইতেও যে ব্যাপারগুলো বেশি দুঃখ দিয়েছে তা হলো ক্লাবের অন্তরে কর্মকর্তাদের মধ্যে অন্তর্দন্দ্ব ও কলহ । খুব দুঃখ পেয়েছি যখন দেখেছি যে আমাদের ক্লাবের সচীব আইলীগ চলাকালীন মাঝপথেই বুক ঠুকে সংবাদমাধ্যমে ঘোষনা করছেন যে এবারেও আইলীগ পাবে না ইস্টবেঙ্গল । এগুলো আমার চেনা ইস্টবেঙ্গলের সংস্কৃতি নয় । আমার চেনা ইস্টবেঙ্গল কখনো তিন গোলে এগিয়ে থাকা ম্যাচ চার গোল খেয়ে হেরে আসেনি । বরঞ্চ আমরা চিরকাল উল্টোটা ঘটিয়ে এসেছি । আসলে ট্রফি না পাওয়ার চাইতেও ক্লাবের লড়াকু মনোভাব এবং সুসংস্কৃতিতে ঘূণ ধরে যাওয়াটা আমার কাছে বেশি ক্ষতিকারক । এই যে এতো বড় উৎসবের আয়োজন হয়েছে ইস্টবেঙ্গলের একশো বছর উপলক্ষে, সেখানে আনন্দের সঙ্গেও মনে সবসময় একটা খচখচানি । আবার ফিরে পাবো তো আমার চেনা ইস্টবেঙ্গলকে নাকি আরো তলিয়ে যাবো । জানিনা । তবে কোয়েসের কর্মকর্তাদের সঙ্গে ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের দুরত্ব মনকে খুব দুঃখ দেয় । খুব খুশি হবো যদি দেখি ইস্টবেঙ্গলের সাবেক কর্মকর্তারা ইনভেস্টরদের হাত ধরে টেনে এনেছেন একশো বছরের অনুষ্ঠানে । কারোর একার দ্বারা আজকের দিনে সাফল্য আসতে পারেনা । আজকের দিনে সাফল্য পেতে গেলে সবাইকে একজোট হয়ে চলতে হবে ।
আজ আমাদের মানে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা সমগ্র ইস্টবেঙ্গলীদের কাছে খুব শুভ দিন । আজকের দিনে আশিয়ান কাপ জিতে আমরা ইতিহাস সৃষ্টি করেছিলাম যা আমার চোখে ঐক্যবদ্ধ ইস্টবেঙ্গলের শেষ ঝলক । আজকের এই শুভদিনে কি আমরা আবার একসাথে অঙ্গীকারবদ্ধ হতে পারি না আমাদের সেই চেনা ইস্টবেঙ্গলকে ফিরিয়ে আনার ? আসুন সবাই মিলে আবার সেই পুরোনো ইস্টবেঙ্গল মন্ত্রে শপথ নেই ।
আমার এই লেখাটা হয়তো অনেক বড়বড় ইস্টবেঙ্গল সমর্থকদের খারাপ লাগতেই পারে । তারা বলতেই পারেন যে আজকের দিনে এই শুভসন্ধিক্ষনে দাঁড়িয়ে এই কথা কেন ? তাদের কাছে আমার একটাই বক্তব্য । আনন্দ করুন । গর্বিত হন । ক্লাবকে নিয়ে আবেগমথিত হন । কিন্তু আবেগের ঢেউয়ে যেন আমাদের বিগত বছরগুলোতে ব্যর্থতার কারনগুলো চাপা না পড়ে যায় । বিগত বছরগুলির ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই আগামি দিনে সাফল্যের পথে এগোতে হবে । জয় ইস্টবেঙ্গল ।
আজ আমাদের মানে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা সমগ্র ইস্টবেঙ্গলীদের কাছে খুব শুভ দিন । আজকের দিনে আশিয়ান কাপ জিতে আমরা ইতিহাস সৃষ্টি করেছিলাম যা আমার চোখে ঐক্যবদ্ধ ইস্টবেঙ্গলের শেষ ঝলক । আজকের এই শুভদিনে কি আমরা আবার একসাথে অঙ্গীকারবদ্ধ হতে পারি না আমাদের সেই চেনা ইস্টবেঙ্গলকে ফিরিয়ে আনার ? আসুন সবাই মিলে আবার সেই পুরোনো ইস্টবেঙ্গল মন্ত্রে শপথ নেই ।
আমার এই লেখাটা হয়তো অনেক বড়বড় ইস্টবেঙ্গল সমর্থকদের খারাপ লাগতেই পারে । তারা বলতেই পারেন যে আজকের দিনে এই শুভসন্ধিক্ষনে দাঁড়িয়ে এই কথা কেন ? তাদের কাছে আমার একটাই বক্তব্য । আনন্দ করুন । গর্বিত হন । ক্লাবকে নিয়ে আবেগমথিত হন । কিন্তু আবেগের ঢেউয়ে যেন আমাদের বিগত বছরগুলোতে ব্যর্থতার কারনগুলো চাপা না পড়ে যায় । বিগত বছরগুলির ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই আগামি দিনে সাফল্যের পথে এগোতে হবে । জয় ইস্টবেঙ্গল ।
No comments:
Post a Comment