পালতোলা নৌকার দাপটে উবে গেল রামধনু। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

পালতোলা নৌকার দাপটে উবে গেল রামধনু। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
মোহনবাগান - ৩ (দিপান্দা ডিকা ৪৮', অভিষেক আমবেদকর ৬৭', আজহারউদ্দীন মল্লিক ৭২')
রেনবো এসি - ২ (অভিজিৎ সরকার ৩৯', জোয়েল সানডে ৮২')

দুর্দান্ত জয় পেল সবুজ মেরুন শিবির। তুল্য মুল্য লড়াইয়ের শেষে তারা জয় ছিনিয়ে নিল রেনবো এসির বিরুদ্ধে। যারা কিনা এ মরশুমে যথেষ্ট শক্তিশালী দল গড়েছে। এদিন শুরু থেকেই খেলায় আধিপত্য বিস্তার করতে আরম্ভ করে মোহনবাগান। তবে বার বার আক্রমণ করেও শুরু তে গোল তুলতে সক্ষম হয়নি তারা। অপরদিকে খেলার গতির বিরুদ্ধেই ৩৯ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে রেনবো কে এগিয়ে দেন অভিজিৎ সরকার। বিরতি পর্যন্ত তারা এই অগ্রগমণ ধরে রাখতে সক্ষম হয়। কিন্তু বিরতির পর ছবি টা সম্পূর্ণ বদলে যায়। বাগান প্রশিক্ষক শঙ্করলাল চক্রবর্তী শিলটন ডি সিলভা কে তুলে নিয়ে নামান মেহতাব হোসেনের মত অভিজ্ঞ ফুটবলার কে, যিনি কিনা গত ১০ বছরের কাছাকাছি সময় ধরে লাল হলুদ জার্সি গায়ে বহু যুদ্ধের নায়ক ছিলেন। তাঁর অন্তর্ভুক্তি তে মোহনবাগান নতুন উদ্যমে ঝাঁপিয়ে পরে এবং ৪৮ মিনিটের মাথায় তাঁর ই ফ্রিকিক থেকে অসাধারণ হেডে ম্যাচে সমতা ফেরান দিপান্দা ডিকা। এরপর ক্রমশ মরিয়া হয়ে ওঠে সবুজ মেরুন জার্সিধারীরা, জয় পাবার লক্ষ্যে। ৬৭ মিনিটের মাথায় অভিষেক আমবেদকর দুরন্ত হেডে দল কে এগিয়ে দেন। তারপর আজহারউদ্দীন মল্লিক ৭২ মিনিটের মাথায় ৩-১ এ এগিয়ে দেন সবুজ মেরুন দল কে। পালতোলা নৌকার পালে তখন হাওয়া লেগেছে। এখান থেকে খেলায় ফিরে আসা একরকম অসম্ভব ই ছিল রেনবোর কাছে। কিন্তু তবুও জোয়েল সানডে ৮২ মিনিটে গোল করে লড়াইয়ে ফিরিয়ে আনেন তাদের। এরপর অবশ্য খেলায় আর গোল হয়নি। শেষমেশ ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় মোহনবাগান। এবারের কলকাতা লিগে এটি তাদের দ্বিতীয় জয়। দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতল তারা। 
        

No comments:

Post a Comment

Pages