পুলিশের বাধা টপকে অনায়াস জয় পেল ইস্টবেঙ্গল। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

পুলিশের বাধা টপকে অনায়াস জয় পেল ইস্টবেঙ্গল। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This

ইস্টবেঙ্গল – ২ (লালরিনডিকা রালতে ১৪’, কাশিম আইদারা ৩৮’) 
পশ্চিমবঙ্গ পুলিশ – ০

সহজ জয়। এভাবেই ব্যাখ্যা করা যেতে পারে লাল হলুদের আজকের পারফরম্যান্স কে। আগের দিন  টালিগঞ্জের সাথে খেলা পরিত্যক্ত হওয়ার ফলে সরকারীভাবে এটাই ছিল ইস্টবেঙ্গলের প্রথম খেলা এবারের  কলকাতা লিগের প্রিমিয়ার এ ডিভিসানে। আর প্রথম ম্যাচেই চেনা ছন্দে লালহলুদ শিবির। শুরু থেকেই তাঁরা আক্রমণের ঝড় তোলে। ১৪ মিনিটের মাথায় অসাধারণ গোল করে দলকে এগিয়ে দেন ‘লং রেঞ্জার কিং’ লালরিনডিকা রালতে। ইস্টবেঙ্গলের সামনে কার্যত দিশাহারা দেখাচ্ছিল পুলিশবাহিনীকে। ৩৮ মিনিটের মাথায় দলের জয়ের ব্যবধান বাড়ান নবাগত বিদেশী সেনেগালের কাশিম আইদারা, যিনি গত বছর মিনার্ভাতে ছিলেন। এরপর অবশ্য বার বার আক্রমণ রচনা করলেও আর গোল করতে সক্ষম  হয়নি মশালবাহিনী। এদিন শুরুতে না নামলেও পরে লালরিনডিকাকে বসিয়ে মাহমুদ আল –আমনা কে মাঠে নামান টিডি সুভাষ ভৌমিক। যার ফিটনেস প্রথম দিন ই বেশ নজর কাড়ল সকলের। এছাড়া কাশিম ও গোটা ম্যাচ খুব ই ভালো খেলেন। পুরো খেলায় লাল হলুদের আধিপত্য এতটাই ছিল যে লাল হলুদের গোলরক্ষক রক্ষিত ডাগার কে সেভাবে বল ই ধরতে হয়নি। প্রথম খেলাতেই তিন পয়েন্ট পাওয়ার ফলে বেশ স্বস্তিতেই থাকবে ইস্টবেঙ্গল শিবির তা আর বলার অপেক্ষা রাখে না। এদিন মাঠে উপস্থিত ছিলেন কোস্টারিকার বিশ্বকাপার জনি আকসটা। মাঠে না নেমেই যিনি লাল হলুদ জনতার হৃদয় জয় করে নেন।   Image may contain: 10 people, people smiling, people sitting and outdoor                      
   
  

No comments:

Post a Comment

Pages