পুত্রের কাছে হার পিতার, দ্বিতীয় খেলাতেই পদস্খলন সাদা কালোর। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

পুত্রের কাছে হার পিতার, দ্বিতীয় খেলাতেই পদস্খলন সাদা কালোর। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
এরিয়ান - ১ (ইমানুয়েল ৪৩')
মহমেডান স্পোর্টিং - ০

শেষমেশ পিতাপুত্রের লড়াইতে জয় হল পুত্রের।পিতা কে হারিয়ে তিন পয়েন্ট পুত্রের ঝুলিতে। আজকের এই ম্যাচের এটাই ছিল সেরা আকর্ষণ। একদলের কোচ পিতা, অন্যদলের কোচ পুত্র। মহমেডানের কোচ রঘু নন্দী, অপরদিকে এরিয়ানের কোচ তাঁরই ছেলে রাজদীপ নন্দী। যদিও ম্যাচ জিতে জয় পিতা কেই উৎসর্গ করেন রাজদীপ। আগের খেলাতে কোনক্রমে জয়লাভ করার পর এদিন মহমেডানের লক্ষ্য ছিল অন্তত তিন পয়েন্ট তোলা। সেই লক্ষ্যে শুরু থেকেই আক্রমণ শানাতে আরম্ভ করে সাদা কালো দল। যদিও ফরওয়ার্ড দের ব্যর্থতায় গোল আসেনি। উলটোদিকে এরিয়ানের কোচ থাকাকালীন রঘু যা করতেন, আজ তাই করলেন পুত্র রাজদীপ। বড় দল সামনে থাকায় রক্ষণ আঁটসাঁট রেখে প্রতিআক্রমণে গোল করার চেষ্টা করে গেলেন সারাক্ষণ। যার ফলে কিছুটা খেলার গতির বিরুদ্ধেই ৪৩ মিনিটে গোল পেয়ে যায় এরিয়ান। ইমানুয়েলের গড়ানো শট আটকাতে ব্যর্থ হন সাদা কালো দলের গোলরক্ষক। এরপর গোটা দ্বিতীয়ার্ধ ধরে গোলশোধের মরিয়া চেষ্টা চালালেও তা ফলপ্রসু হয়নি। ১-০ গোলে ম্যাচ জিতে নেয় এরিয়ান। এই হারের ফলে মহমেডানের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হবার স্বপ্ন শুরুতেই বড় ধাক্কা খেলো। যদিও এখনও নটি খেলা বাকি, কিন্তু সাদা কালোর খেলার যা মান, বড় রকমের উন্নতি না ঘটালে লিগ জয়ের আশা না করাই ভালো। বিশেষত, বিদেশীদের খেলার মান অত্যন্ত খারাপ। তার ওপর  রক্ষণে একগাদা ফাঁকফোঁকর। যা অতি দ্রুত মেরামত করতে হবে সাদা কালো শিবিরকে।         



ছবিঃ- ইন্ডিয়া ফুটি।
   

No comments:

Post a Comment

Pages