দারুণ লড়াই এফসিআই এর, কষ্টার্জিত জয় পেল সাদা কালো দল। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

দারুণ লড়াই এফসিআই এর, কষ্টার্জিত জয় পেল সাদা কালো দল। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
মহমেডান স্পোর্টিং - ১ (প্রসেঞ্জিত চক্রবর্তী ৮০')
এফসিআই (পূর্বাঞ্চল) - ০

সারা বিশ্ব জুড়েই বড় দল ও ছোট দলের ব্যবধান কমছে। কলকাতা লিগ ও তার ব্যতিক্রম নয়। গতকাল মোহনবাগান কে ৭৫ মিনিট অবধি আটকে রেখেছিল পাঠচক্র। আর আজ ইস্টবেঙ্গল, মোহনবাগানের পর তৃতীয় বড় শক্তি হিসেবে যাদের পরিগণিত করা হয়, সেই মহমেডান কে ৮০ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল বহুদিন পর প্রিমিয়ার এ ডিভিসান এ যোগ্যতা অর্জন করা এফসিআই (পূর্বাঞ্চল) দল। যার কোচ কিনা বিকাশ পাঁজি। এই অফিস দলটির কার্যকারী সমিতিতে রয়েছেন অতনু ভট্টাচার্য, অলোক মুখোপাধ্যায়, বলাই মুখার্জির মত বিখ্যাত প্রাক্তন ফুটবলাররা। যারা নিজেরা একসময় ক্লাব ও দেশের জার্সি গায়ে তাঁদের প্রতিভার অনন্য স্বাক্ষর রেখেছেন ফুটবল মাঠে। ফলে ভালো ফুটবলার চিনে নিতে বা খুঁজে বের করতে কোনও অসুবিধেই হয় না। এবং এফসিআই এর দলে বেশীরভাগ ফুটবলার ই তরুণ। যাদের বয়স ২৪ বছর বা তার থেকেও কম। যার দরুণ দলটা গোটা ম্যাচ একই গতিতে দৌড়ে গেল। এবং দীপক মণ্ডলের মতন অভিজ্ঞ ডিফেন্ডারের নেতৃত্বে তাঁরা সারাক্ষণ রক্ষণ জমাট রেখে খেলে গেল। এবং প্রথমার্ধের শেষ দিকে দীপক চোট পেয়ে বেড়িয়ে যাবার আগে পর্যন্ত এফসিআই (পূর্বাঞ্চল) রক্ষণে কার্যত দাঁতই ফোটাতে পারেনি সাদা কালো শিবির। বিরতির পর অবশ্য ছবিটা বদলায়। অনেক বেশী আক্রমণ শানানো আরম্ভ করে সাদা কালো দল। কিন্তু তাও এফসিআই (পূর্বাঞ্চল) বেশ শক্ত প্রতিরোধ গড়ে তোলে। অবশেষে ৮০ মিনিটের মাথায় কাঙ্খিত গোল পায় মহমেডান। দুরন্ত গোল করেন প্রসেঞ্জিত চক্রবর্তী। এই ম্যাচ টি ছিল বড় দলের কোচ হিসেবে রঘু নন্দীর প্রথম ম্যাচ। এতদিন ছোট দলের কোচ হিসেবে বড় দলের পয়েন্ট কেড়ে নিতেন, এবার বড় দলের কোচ হিসেবে ছিল নিজেকে প্রমাণ করার ব্যাপার। প্রথম লড়াই টা সসম্মানেই উৎরে গেলেন তিনি। অপরদিকে বিদেশীহীন এফসিআই (পূর্বাঞ্চল) এর শতাব্দীপ্রাচীন সাদাকালো দলের বিরুদ্ধে এই লড়াই ও বহুদিন ফুটবলপ্রেমীদের হৃদয়ে থাকবে।            

No comments:

Post a Comment

Pages