নয়া ইতিহাসের দিনে বৃষ্টি ই বাধা হয়ে দাঁড়াল লাল হলুদের জয়ের পথে। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

নয়া ইতিহাসের দিনে বৃষ্টি ই বাধা হয়ে দাঁড়াল লাল হলুদের জয়ের পথে। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
ইস্টবেঙ্গল - ১ (কাশিম আইদারা ১')
টালিগঞ্জ অগ্রগামী - ১ (লাগো বেই ৩০')

ম্যাচ প্রথমার্ধের পর পরিত্যক্ত।

-------------------------------------------------------------------------------------------------------------------------
এ যেন এক ঐতিহাসিক পটভূমিকা। পরশু সদ্য পালিত হয়েছে লাল হলুদের ৯৯ তম জন্মদিবস। তাই একটা উৎসবের আবহ থেকেই যায়। এর ওপর পরপর ৯ বার কলকাতা লিগ জয়ের হাতছানি। প্রথমবার ইস্টবেঙ্গল তাদের নিজেদের মাঠে ফ্লাডলাইটে খেলতে নামছে। মরশুমে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। তাই ছুটির দিন না হওয়া স্বত্ত্বেও অঝোরধারা বর্ষণ কে উপেক্ষা করে ইতিহাসের সাক্ষী হতে ইস্টবেঙ্গল মাঠে ভিড় জমিয়েছিলেন প্রচুর সমর্থক। এরপর খেলা শুরুর এক মিনিটের মধ্যেই গোল! লালরিনডিকা রালতের ফ্রিকিক বুদ্ধিমত্তার সাথে গোলে ঠেলে দেন লাল হলুদের নবাগত বিদেশী কাশিম আইদারা। ইস্টবেঙ্গল ১ঃ টালিগঞ্জ ০। গোটা ইস্টবেঙ্গল মাঠ তখন লাল-হলুদ সমর্থকদের গগণভেদী চিৎকারে কাঁপছে। একের পর এক আক্রমণ আছড়ে পড়ছে তখন টালিগঞ্জ অঞ্চলে। কিন্তু এরপর ই ধীরে ধীরে খেই হারাতে আরম্ভ করে ইস্টবেঙ্গল। তার অন্যতম কারণ বোধহয় বর্ষণসিক্ত মাঠে খেলবার ক্ষেত্রে ইস্টবেঙ্গল খেলোয়াড়দের অনভিজ্ঞতা, যাদের অধিকাংশই অবাঙালি। যার সুযোগ নিয়ে ধীরে ধীরে খেলায় জাঁকিয়ে বসে টালিগঞ্জের ফুটবলাররা। ইস্টবেঙ্গল টিডি সুভাষ ভৌমিক এদিন আল-আমনা কে প্রথম দলের বাইরে রেখেই দল নামান। যা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তিরিশ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল রক্ষণভাগের খেলোয়াড়দের ভুলে খেলায় সমতা ফিরিয়ে আনেন টালিগঞ্জের লাগো বেই। এরপর ই বৃষ্টি ক্রমশ বাড়তে থাকে। একটা সময় এমন পরিস্থিতি দাঁড়ায়, যে বল গড়ান পর্যন্ত বন্ধ হয়ে যায়। তাও প্রথমার্ধের খেলা পুরোটাই হয়। কিন্তু হাফটাইমের পর রেফারী, লাইন্সম্যান এবং ম্যাচ কমিশনার রা গোটা মাঠ পরিদর্শন করে দুই দলের অধিনায়কের সাথে আলোচনা করে খেলা পরিত্যক্ত ঘোষণা করার সিদ্ধান্ত নেন। ইস্টবেঙ্গল মাঠ তখন প্রবল বর্ষণের কারণে জলমগ্ন ও কর্দমাক্ত। অতএব ইস্টবেঙ্গলের জয় পাবার স্বপ্ন অধরাই থেকে যায়। আগামীকাল পাঠচক্রের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান।   Image may contain: sky and outdoor                

No comments:

Post a Comment

Pages