বর্ণময় অনুষ্ঠান ইস্টবেঙ্গল ক্লাবের ৯৯ তম প্রতিষ্ঠা দিবসে, নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার শতবর্ষের প্রাক্কালে দাড়িয়ে। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

বর্ণময় অনুষ্ঠান ইস্টবেঙ্গল ক্লাবের ৯৯ তম প্রতিষ্ঠা দিবসে, নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার শতবর্ষের প্রাক্কালে দাড়িয়ে। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
 এ যেন নক্ষত্র সমাবেশ। প্রাক্তন তারকা থেকে বর্তমান ইস্টবেঙ্গল দলের ফুটবলাররা, কে নেই? উপরন্তু লাল হলুদ জনতার ভিড়ে তখন থিক থিক করছে গোটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র।বিশেষত যখন সুনীল ভট্টাচার্য জীবনকৃতি সম্মান হাতে নিয়ে বললেন, "ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই দলের হার না মানা মানসিকতা", তখন গোটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র লাল হলুদ সমর্থকদের করতালিতে ফেটে পড়লো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েসের কর্তা সুব্রত নাগ। গোটা অনুষ্ঠান টা দেখে তিনি এতটাই মুগ্ধ যে বলেই ফেললেন, ইস্টবেঙ্গল ই তাঁর স্বপ্নপূরণের সিঁড়ি, ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী হয়ে তাঁরা, অর্থাৎ কোয়েস কোনও ভুল করেনি। শুধু তাই নয়, জানিয়ে দিলেন যে ইস্টবেঙ্গল কে ভারতসেরা করা এবং সেইসঙ্গে এশিয়ার অন্যতম শক্তিশালী ক্লাব দল হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। এবারের ভারতগৌরব সম্মান পেলেন হকি খেলোয়াড় গুরবক্স সিংহ। সেই সঙ্গে জীবনকৃতি সম্মান পেলেন সুরজিৎ সেনগুপ্ত ও  সুনীল ভট্টাচার্য। জীবনকৃতি পেয়ে আপ্লুত সুরজিৎ বলেই ফেললেন, ইস্টবেঙ্গল ক্লাবের থেকে পাওয়া এই সম্মান তাঁর নিকট অত্যন্ত গর্বের, এটি তাঁর জীবনের সেরা পুরষ্কার। তিনি এও বলেন যে ইস্টবেঙ্গল কে ভারতের সেরা দল হিসেবেই তিনি দেখতে চান। এবারের শ্রেষ্ঠ বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন বিদেশী মাহমুদ আল-আমনা। সেই পুরষ্কার নিজের স্ত্রী কে উৎসর্গ করে তিনি বলেন যে এই পুরষ্কার আগামী দিনে তাঁকে আরও ভালো খেলতে উদ্দীপ্ত করবে। সবমিলিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের ৯৯ তম প্রতিষ্ঠা দিবস খুব জমকালো ভাবেই পালিত হল।
      

No comments:

Post a Comment

Pages