মর্মান্তিক পথ দুর্ঘটনা তে মৃত্যু ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার কুলুথুঙ্গনের। দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

মর্মান্তিক পথ দুর্ঘটনা তে মৃত্যু ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার কুলুথুঙ্গনের। দীপ্তাশিস দাশগুপ্ত

Share This

চলে গেলেন কালিয়া কুলুথুঙ্গন। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। গতকাল মধ্যরাতে তাঁর নিজের শহর থাঞ্জাভুরে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারান ইস্টবেঙ্গলের প্রাক্তন এই তামিল ফুটবলারের। ইস্টবেঙ্গল ক্লাবে তিনি খেলেছিলেন ২ বছর। ২০০৩ এ ইস্টবেঙ্গল ক্লাবের আসিয়ান কাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। শুধু তাই নয়, এই মিডফিল্ডার টি সেই সময় লাল-হলুদের পর পর দুবার জাতীয় লিগ জেতার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করেন।এছাড়াও সেই সময় ইস্টবেঙ্গল দুবার কলকাতা লিগ, একবার করে আইএফএ শিল্ড ও নওগাঁ ইন্ডিপেন্ডেন্স কাপ জেতে। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে করেছিলেন ৭টি গোল, যার মধ্যে একটি ডুরানড কাপ ফাইনালে আর্মি একাদশের বিরুদ্ধে। সেই ট্রফি তেও চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন ইস্টবেঙ্গল কে। ইস্টবেঙ্গল ছাড়াও মহীন্দ্রা ইউনাইটেড ও মোহন বাগানেও খেলেছেন তিনি। তাঁর মৃত্যু তে ভারতের ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে। গত বছর আজকের দিনে, অর্থাৎ ২৮ শে জুলাই তেই প্রয়াত হয়েছিলেন ইস্টবেঙ্গলের অন্যতম কর্মকর্তা স্বপন বল। আর আজ পৃথিবী ছেড়ে চলে গেলেন কুলুথুঙ্গন।

No comments:

Post a Comment

Pages