এবার অ্যাকাডেমি গড়ছেন শিলটন পাল | বর্তমান - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

এবার অ্যাকাডেমি গড়ছেন শিলটন পাল | বর্তমান

Share This



নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোলরক্ষক হিসেবে পিক ফর্মে থাকতে থাকতেই ফুটবলার গড়ার কাজে নেমে পড়তে চলেছেন মোহন বাগান গোলরক্ষক শিলটন পাল। ফুটবলার, অভিনেতার পর এবার কোচের ভূমিকায় তাঁকে দেখা যাবে। আগামী ১০ জুন শিলটনের জন্মদিন। ওইদিন নিউটাউনে আত্মপ্রকাশ হতে চলেছে শিলটনের ‘নেক্সট জেন সকার পয়েন্ট’। রবিবার শিলটন বলছিলেন, ‘আগামী প্রজন্মের প্রতিভাবান ফুটবলারদের বেসিক শক্তিশালী করাই আমাদের উদ্দেশ্য। ফুটবল গরিবের খেলা বলেই লোকে জানে। আমরা সম্পূর্ণ এক আধুনিক পেশাদার দৃষ্টিভঙ্গীতে এই অ্যাকাডেমি শুরু করতে চলেছি।’ 



নিউটাউন, হাওড়া, সল্টলেক, শিলিগুড়িতে এই অ্যাকাডেমি শুরু হবে। শিলটনের সঙ্গে এই কাজে যৌথ উদ্যোগী কলকাতায় খেলা দক্ষিণী ফুটবলার ডেনসন দেবদাস। ৪ থেকে ১৫ বছর পর্যন্ত চারটি এজ গ্রুপ থাকবে এই অ্যাকাডেমিতে। শিলটনদের অ্যাকাডেমির কাজে সাহায্য করবেন এটিকে ও এফসি গোয়াতে খেলা ডেনসন দেবদাস। পরামর্শদাতা হিসেবে থাকবেন বাসুদেব মণ্ডল, রমন বিজয়ন, হেমন্ত ডোরা, আইএম বিজয়নরা। 



শিলটন বললেন, ‘আমার বরাবরের স্বপ্ন ছিল অ্যাকাডেমি তৈরি করা। আমরা প্র্যাকটিস করাব ফ্লাডলাইটে সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা। হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী আমাদের মাঠের ব্যবস্থা করে দিচ্ছেন। যাবতীয় সরঞ্জাম আমরাই সরবরাহ করব। একটা নির্দিষ্ট ফি’র ভিত্তিতে খুদে ফুটবলারদের কোচিং দেব। তবে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেদের কাছ থেকে কোনও অর্থ নেব না। স্পনসরদের সঙ্গে কথা বলে বিদেশি কোচ আনার পরিকল্পনাও করছি।’ 



নিখাদ মোহন বাগানী হিসেবে ভারতীয় ফুটবলে বিখ্যাত হওয়া শিলটন পাল বলছিলেন, ‘আমার উঠে আসাটা লড়াই করে। ছোটবেলার কোচ মনোতোষ রায়ের অবদান কিছুতেই ভোলা যাবে না। এই অ্যাকাডেমি তৈরির আগে ওনার সঙ্গেই আলোচনা করেছি। ফুটবলকে কিছু ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই আমার এই অ্যাকাডেমির ভাবনা।’

No comments:

Post a Comment

Pages