নয়াদিল্লি, ৩০ এপ্রিল: ভারতের প্রাজনেশ গুণেশ্বরন টেনিস সিঙ্গলস র্যাঙ্কিংয়ে ৮৪ ধাপ এগিয়ে ১৭৬ নম্বরে পৌঁছে গেলেন। জীবনের প্রথম এটিপি চ্যালেঞ্জার সার্কিটে চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি র্যাঙ্কিংয়ে এতটা এগিয়ে গেলেন। র্যাঙ্কিংয়ে ভারতের শীর্ষে রয়েছেন য়ুকি ভামব্রি (৮৫)। রামকুমার রমানাথন ১২০ নম্বরে। তারপরে রয়েছেন সুমিত নাগাল (২২৫), অর্জুন কাধে (৩৯৭), শশী কুমার মুকুন্দ (৪১৮)। ডব্লুটিএ র্যাঙ্কিংয়ে অঙ্কিতা রায়না জীবনের সেরা স্থান ১৯৩ নম্বরে রয়েছেন। ডাবলসে সানিয়া মির্জা ২৪ নম্বরে।

প্রাজনেশের র্যাঙ্কিং ১৭৬, সেরা য়ুকি | বর্তমান
Share This
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment