পাল্টাপাল্টি হয়ে গেল হকির কোচ | আনন্দবাজার পত্রিকা - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

পাল্টাপাল্টি হয়ে গেল হকির কোচ | আনন্দবাজার পত্রিকা

Share This



ভারতীয় হকিতে অভূতপূর্ব ঘটনা! পুরুষদের জাতীয় কোচ সোর্দ মারিনকে দায়িত্ব দেওয়া হল মহিলা দলের। আর মেয়েদের কোচ হরেন্দ্র সিংহকে আনা হল মারিনের জায়গায় পুরুষদের দলের দায়িত্বে।



ডাচ কোচ মারিন মেয়েদেরই কোচ ছিলেন। গত নভেম্বরে তাঁকে সর্দার সিংহদের কোচ করা হয়। কিন্তু কমনওয়েলথ গেমসে হকি দলের ভরাডুবির সৌজন্যে তাঁকে বদলি হয়ে পুরনো জায়গায় ফিরতে হচ্ছে। মারিন অবশ্য হকি ইন্ডিয়ার  সিদ্ধান্ত মেনে নিয়েও বলেছেন, ‘‘আমার কোচিংয়ে টিম এশিয়া কাপ জিতেছে। বিশ্ব লিগেও ছেলেরা বুঝিয়েছে, সেরাদের হারানোর ক্ষমতা আছে। নিউজিল্যান্ডেও খুব খারাপ খেলেনি ভারত। এই অভিজ্ঞতা এশিয়ান গেমস আর বিশ্বকাপ জেতাতেও সাহায্য করত বলে আমার বিশ্বাস।’’ পাশাপাশি প্রথম সিনিয়রদের কোচ হয়ে দারুণ খুশি হরেন্দ্র সিংহের প্রতিক্রিয়া, ‘‘এই সুযোগটা বিরাট সম্মানের। এমনিতে মেয়েদের কোচিং করিয়েও আমি সন্তুষ্ট। এবার নতুন দায়িত্ব দেওয়ার জন্য হকি ইন্ডিয়াকে ধন্যবাদ।’’ হরেন্দ্রর প্রথম পরীক্ষা আগামী জুন মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

No comments:

Post a Comment

Pages