বিশ্রামের সময় কম হলেও চিন্তিত নন কোচ সঞ্জয় সেন | বর্তমান - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

বিশ্রামের সময় কম হলেও চিন্তিত নন কোচ সঞ্জয় সেন | বর্তমান

Share This

দীর্ঘ ১৫ দিন বাদে সোমবার মোহন বাগানের কোনও অনুশীলন ছিল না। একটি ভেন্যু থেকে অন্য ম্যাচ সেন্টারে যেতে গাড়ি কিংবা বিমানে উঠতে হয়নি সনি নর্ডি বা কাটসুমিদের। আগামী শনিবার আইজল এফ সি’র বিরুদ্ধে আই লিগের খেতাব নির্ণায়ক ম্যাচে খেলতে নামার আগে সোমবার ছাড়া মোহন বাগান ফুটবলারদের আর কোনও ‘ফ্রি ডে’ নেই। কারণ মঙ্গলবার এএফসি কাপে মাজিয়া এফ সি ম্যাচের জন্য প্রস্তুতির ব্যাপার আছে।
বুধবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এ এফ সি কাপের ম্যাচে মাজিয়ার বিরুদ্ধে খেলা। বৃহস্পতিবারই আই লিগের ম্যাচ খেলতে আইজলে উড়ে যাবে মোহন বাগান। শুক্রবার আইজলের স্টেডিয়ামে ট্রেনিং হবে কাটসুমিদের। সন্ধ্যায় ভিডিও বিশ্লেষণে পাওয়া তথ্যের ভিত্তিতে ক্লাস নেবেন কোচ সঞ্জয় সেন। আই লিগ জয়ের চূড়ান্ত প্রস্তুতি সেদিনই হবে। গত ১৫ দিনে মোহন বাগানকে আই লিগ ও এএফসি কাপ মিলিয়ে মোট পাঁচটি ম্যাচ খেলতে হয়েছে। তাই কোচ সঞ্জয় সেনকে সোমবার প্রশ্ন করা হয় আইজল ম্যাচটি ২২ এপ্রিলের পরিবর্তে ২৩ এপ্রিল হলে ভালো হত কিনা? এর উত্তরে মোহন বাগান কোচ বলেন, ‘২৩ এপ্রিল ম্যাচ হলে বাড়তি ২৪ ঘণ্টা পাওয়া যেত। এটা সত্যি। কিন্তু যা হওয়ার নয়, তা নিয়ে এখন মাথা ঘামাতে চাই না।’ গতবছর টানা ১৩টি রাউন্ডে অপরাজিত থাকার পর মোহন বাগান আইজল এফ সি’র কাছে ১-২ গোলে হেরে গিয়েছিল অ্যাওয়ে ম্যাচে। কর্নেল গ্লেন সেই ম্যাচে গোল করে মোহন বাগানকে সমতায় ফেরালেও দলের হার বাঁচাতে পারেননি। সেই ম্যাচে কিন্তু সনি নর্ডি, জেজে, প্রীতম কোটাল ছিলেন না। সঞ্জয় সেন ছিলেন সাসপেন্ড। ওই মোহন বাগানের সঙ্গে এবারের দলের অনেক তফাত। মোহন বাগানের এবার পূর্ণশক্তির দল নিয়ে আ‌ইজলে খেলতে যাচ্ছে। রিজার্ভ বেঞ্চে থাকবেন তিন কোচই। গতবারের সেই হার থেকে শিক্ষা নিয়েই খেলতে নামবে বলে জানান সঞ্জয় সেন। তবে গত মরশুমের অন্তিম পর্বে মোহন বাগান গুয়াহাটিতে ফেড কাপ ফাইনালে আইজল এফ সি’কে হারিয়েছিল। এবারের আই লিগে রবীন্দ্র সরোবরে ২-১ গোলে জিতেছিলেন সনিরা। যার অর্থ,আইজলের বিরুদ্ধে শেষ দুটি ম্যাচে জেতায় পাহাড়ে আই লিগের কঠিনতম ম্যাচ খেলতে নামার আগে মানসিকভাবে ভালো জায়গায় থাকবে মোহন বাগান।। শনিবারের ম্যাচটি ঘিরে আইজলে এখন বেশ উৎসবের আমেজ। এবারের আই লিগের ১০টি দলের মধ্যে হোম ম্যাচে দর্শকদের গড় উপস্থিতির ব্যাপারে লাজং, মোহন বাগানকে পিছনে ফেলে একনম্বরে আইজল। প্রতিপক্ষের প্রবল জনসমর্থনের সামনে খেলতে হবে সনিদের। এই ব্যাপারে অধিনায়ক কাটসুমির বক্তব্য,‘শিলিগুড়িতে দুইটি ডার্বিতেই ইস্ট বেঙ্গল সমর্থক বেশি ছিল। দর্শক সংখ্যার চাপ আমরা নিতে জানি।’ বাড়ির সুইমিং পুলে অনেক সময় কাটালেন সনি। ছেলের সঙ্গে খেলার ফাঁকে মিনার্ভা ম্যাচে নিজেদের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া করেন সনি। ফেসবুকে সোমবার দুপুরের দিকে পোস্টও করেছেন মিনার্ভা - মোহন বাগান ম্যাচে নিজের ছবি। ‘ফ্রি ডে’- তে বিশ্রামের মাঝে দল নিয়েই ডুবে ছিলেন সনি। যা তাঁর বাড়তি তাগিদ সূচিত করে।

1 comment:

  1. প্রিয় দল মোহন বাগানের প্রতি দায়বদ্ধতা , ভালবাস ও কোটি কোটি সমর্থকদের আবেগের কথা মাথায় রাখলে প্লেয়ারদের নিজস্ব দক্ষতা ও দলগত সংহতি ধরে রাখতে পারলেই জয় সুনিশ্চিত ॥
    কারও মুখাপেক্ষি হয়ে নয় , আইজ্ল কে সরাসরি হারিয়ে মোহনবাগানই ভারত সেরা হবে ॥ সেই আশা ভরসা আমরা মরিনার্স বন্ধুরা রাখি ॥

    ReplyDelete

Pages