এবারেও সিঙ্গাপুর ওপেন অধরা থাকল পিভি সিন্ধুর। কোয়ার্টার ফাইনালে ক্যারোলিনা মারিনের কাছে হেরে বসলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। আর এভাবেই সিন্ধুকে হারিয়ে ইন্ডিয়ান ওপেনের হারের প্রতিশোধ নিলেন স্পেনীয় তারকা।
ক্যারোলিনার সামনে কোনও প্রতিরোধই গড়তে পারেননি ভারতীয় শাটলার। ৩৫ মিনিটে ২১–১১, ২১–১৫–র ম্যাচ জিতে সেমি ফাইনালে পৌঁছলেন ক্যারোলিনা। সারা কোর্ট জুড়ে তাঁর অবাধ বিচরণ আর শক্তিশালী স্ম্যাশগুলো সিন্ধুর শরীর লক্ষ্য করে ধেয়ে আসে। যার উত্তর দিতে পারেননি হায়দরাবাদি।
No comments:
Post a Comment