আজ বিশ্রামে সনি, ডাফি ও এডু - সোমনাথ বসু | বর্তমান - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

আজ বিশ্রামে সনি, ডাফি ও এডু - সোমনাথ বসু | বর্তমান

Share This

আই লিগে চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবে রয়েছে মোহন বাগান। আগামী শনিবার আইজল এফসি’র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলতে পারলে খেতাব কার্যত নিশ্চিত সঞ্জয় সেন-ব্রিগেডের। তাই সেদিকে লক্ষ্য রেখেই বুধবার এএফসি কাপের গ্রুপ পর্বের হোম ম্যাচে প্রথম একাদশে ব্যাপক রদবদল করছেন সবুজ-মেরুন কোচ।
১৮ জনের স্কোয়াডে তিনি বিদেশি ফুটবলার হিসাবে শুধু কাটসুমিকে রাখছেন। ড্যারেল ডাফি, সনি নর্ডি ও এডুয়ার্ডোকে দেওয়া হচ্ছে পূর্ণ বিশ্রাম। এমনিতেই মোহন বাগান কর্তাদের কাছে এএফসি কাপের তেমন গুরুত্ব নেই। বরং আই লিগ জয়ের দিকেই তাঁরা সাগ্রহে তাকিয়ে রয়েছেন।
এপ্রিল মাসে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে মোহন বাগান। এরমধ্যে রবীন্দ্র সরোবরে তারা হারিয়েছে বেঙ্গালুরু এফসি এবং আবাহনীকে। তারপর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘায় জিতেছে ডার্বি। শেষ দু’টি অ্যাওয়ে ম্যাচে লাজংয়ের সঙ্গে ড্র এবং মিনার্ভা পাঞ্জাবকে হারিয়েছেন সনি নর্ডিরা। তাই বুধবারের ম্যাচে বিদেশিদের পাশাপাশি দেবজিৎ মজুমদার, প্রীতম কোটাল, আনাস, রাজু গায়কোয়াড়, শেহনাজ সিংদেরও খেলানো হচ্ছে না। এদিন সকালে মোহন বাগান মাঠে ঘণ্টাখানেক অনুশীলন করেন আজহারউদ্দিন-বলবন্তরা। বিকেলে সাংবাদিক সম্মেলনে কোচ সঞ্জয় সেন বলেন, ‘আই লিগ এবং এএফসি কাপের ক্রীড়াসূচি দেখার পর ফুটবলারদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি। দু’টি প্রতিযোগিতাতেই ভালো ফল করাই আমাদের লক্ষ্য।’
প্রথম একাদশের অধিকাংশ ফুটবলার না থাকলেও বুধবার মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে জিততে অসুবিধা হবে না বলেই সঞ্জয় সেনের ধারণা। প্রসঙ্গক্রমে তাঁর বক্তব্য, ‘আবাহনীর বিরুদ্ধে আমরা পিছিয়ে পড়েও তিন গোল দিয়েছিলাম। সেদিনও প্রথম একাদশে বেশ কিছু রদবদল হয়েছিল।’ গত বছর এএফসি কাপে মাজিয়া স্পোর্টস ক্লাবকে ঘরের মাঠে (গুয়াহাটি) ৫-২ গোলে হারিয়েছিল মোহন বাগান। সেই ম্যাচে জোড়া গোল পেয়েছিলেন জেজে ও কর্নেল গ্লেন। অপর গোলটি ছিল সনির। তবে গতবারের চেয়ে এবার মালদ্বীপের ক্লাবটির শক্তি-সামর্থে কতটা পরিবর্তন হয়েছে তা অজানা সঞ্জয় সেনের। তাঁর বক্তব্য, ‘অচেনা প্রতিদ্বন্দ্বী সবসময় বিপজ্জনক। তাই প্রথম ১৫-২০ মিনিট ওদের পরখ করে নিতে হবে। জয় ছাড়া অন্য কোনও ভাবনাকে প্রশ্রয় দিচ্ছি না। আই লিগ হোক বা এএফসি কাপ, জয়ের অভ্যাস বজায় রাখাই ফুটবলারদের কর্তব্য।’
মাজিয়া স্পোর্টস ক্লাবের কোচ সেকুলোভস্কি গতবার ইয়াঙ্গন ইউনাইটেডের কোচ ছিলেন। উল্লেখ্য, সেই দলের বিরুদ্ধে হোম ম্যাচ জিতেছিল সবুজ-মেরুন ব্রিগেড। অ্যাওয়ে ম্যাচটি ড্র হয়েছিল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ম্যাসিডনিয়ার নাগরিক সেকুলোভস্কি বলেন, ‘কলকাতায় আসতে পেরে ভালো লাগছে। কারণ, এই শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন মাদার টেরিজা। ওঁর জন্ম হয়েছিল ম্যাসিডনিয়ার স্কোপজেতে। মাদারের প্রাণের শহরে ভালো ফুটবল খেলাই আমাদের লক্ষ্য। মোহন বাগান দলের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। তাই ওদের হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই।’
মোহন বাগানের সম্ভাব্য প্রথম একাদশ: শিবিনরাজ, সার্থক গলুই, কিংশুক দেবনাথ, বিক্রমজিৎ সিং (জুনিয়র), শৌভিক ঘোষ, প্রবীর দাস, শৌভিক চক্রবর্তী, বিক্রমজিৎ সিং (সিনিয়র), কেন লুইস, আজহারউদ্দিন ও জেজে।
 রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়।

No comments:

Post a Comment

Pages