![]() |
উমেশকে নাইটদের অভিনন্দন। ছবি: দেবাশিস মণ্ডল |
কিংস ইলেভেন ১৭০/৯
কেকেআর ১৭১/২ (১৬.৩ ওভার)
একটা মাস্টারস্ট্রোকেই ম্যাচ জিতে নিল নাইট রাইডার্স। কিংস ইলেভেন পাঞ্জাব ৯ উইকেটে ১৭০ রান তোলার পর অনেকেই ভেবেছিলেন নাইটদের লড়াইটা কিছুটা কঠিন হয়ে গেল। কিন্তু সব হিসাব উলটে দিয়ে গৌতম গম্ভীর তাঁর ওপেনিং পার্টনার হিসাবে বেছে নেন সুনীল নরিনকে। যা এলোমেলো করে দেয় কিংস ইলেভেন পাঞ্জাবের রণকৌশল। সেই সুযোগ কাজে লাগিয়ে কেকেআর ২১ বল বাকি থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের কড়ি জোগাড় করে নেয়।
ক্রিস লিন চোটের কারণে না খেলায় কেকেআরের ওপেনিং জুটিতে গম্ভীরের সঙ্গী হিসাবে অনেকেই ভেবেছিলেন রবীন উথাপ্পাকেই। কিন্তু নারিনকে দেখে অনেকেই বলাবলি করছিলেন, এটা বড় বেশি ঝুঁকি হয়ে গেল! সাহসী সিদ্ধান্ত অনেক সময় যেমন বিপদ ডেকে আনে, তেমনি কঠিন ম্যাচ সহজে জিততেও সাহায্য করে। নারিনের ১৮ বলে ৩৭ রানের ইনিংসটাই ম্যাচের ভাগ্য ঠিক করে দেয়। ক্যারিবিয়ান ক্রিকেটারটি ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন। ভালো ব্যাটিংয়ের পাশাপাশি দারুণ বলও করেন নারিন। আর এই অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি। গম্ভীরও দ্রুত গতিতে রান তুলে পাঞ্জাবের উপর চাপ বাড়ান। মাত্র ৬ ওভারে ৭৬ রান তুলে কেকেআর জয়ের অর্ধেক পথ খুঁজে নিয়েছিল। নারিন আউট হওয়ার পর রবীন উথাপ্পার সঙ্গে গম্ভীর দ্বিতীয় উইকেটে ৪০ রান যোগ করেন। উথাপ্পা ২৬ রানে আউট হলেও গম্ভীর অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জেতান। তিনি হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৩৪ বলে। শেষ পর্যন্ত গোতি অপরাজিত থাকেন ৭২ রানে। তিনি মেরেছেন ১১টি চার। কমলা টুপি এখন কেকেআর ক্যাপ্টেনের দখলে। তাঁকে যোগ্য সঙ্গত দেন মণীশ পাণ্ডে। তিনি অপরাজিত থাকেন ২৫ রানে। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন মণীশ।
শিশির সমস্যা হতে পারে, এটা ভেবে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন নাইট রাইডার্সের অধিনায়ক গম্ভীর। চোট সারিয়ে দশম আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই আগুন ঝরালেন কেকেআরের পেসার উমেশ যাদব । নিলেন চারটি উইকেট। অল্পের জন্য তিনি হ্যাটট্রিক হাতছাড়া করেন। তবে শুরু থেকেই কিংস ইলেভেন দুই ওপেনার হাশিম আমলা ও মনন ভোরা চালিয়ে খেলার চেষ্টা করেন। ১৭ রানের মাথায় থার্ড ম্যানে মনন ভোরার সহজ ক্যাচ ফসকান সুনীল নারিন। যদিও মনন ভোরা সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি। ষষ্ঠ ওভারে পীযূষ চাওলার গুগলিতে মনন (২৮) বোল্ড হন। স্টনিসকে (৯) ফেরান নারিন।
গত দু’টি ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিং দেখার পর অনেকেই ভেবেছিলেন ইডেনেও তিনি ঝড় তুলবেন। কিন্তু ৫ রানের মাথায় ওকসের বলে ম্যাক্সওয়েলের সহজ ক্যাচ ফেলেন উইকেটরক্ষক রবীন উথাপ্পা। গত ম্যাচেও ক্যাচ ফসকে ম্যাচ খুইয়েছিল নাইটরা। সেই ভুল থেকে তাঁরা শিক্ষা নিয়েছেন বলে মনে হল না। হাশিম আমলা ও ম্যাক্সওয়েল তৃতীয় উইকেটে ৩১ রান যোগ করেন। গ্র্যান্ডহোম অভিষেক আইপিএল ম্যাচে বল হাতে প্রথম ওভারে মাত্র এক রান দিয়ে তুলে নেন হাশিম আমলাকে (২৫)। ম্যাক্সওয়েল ঝোড়ো ব্যাটিং শুরু করেও উমেশের শিকার হন ২৫ রানে। জোড়া ধাক্কা কাটিয়ে কিংস ইলেভেনকে ফের লড়াইয়ে ফিরিয়ে আনেন ডেভিড মিলার ও ঋদ্ধিমান সাহা। পঞ্চম উইকেটে তাঁরা ৫৭ রান যোগ করেন। মিলার ২৮ রানে আউট হন উমেশের বলে। আর ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২৫ রান করেন ঋদ্ধিমান। প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান হলেও ময়দানের পাপালির ব্যাটিংও আনন্দ দিয়েছে ইডেনের দর্শকদের।
No comments:
Post a Comment