এফসি গোয়া - ৪
মুম্বাই সিটি এফসি - ২
পরপর দুই ম্যাচে হার মুম্বাইয়ের!
উল্টোদিকে, জিতে লীগ শীর্ষে উঠে এল গোয়া। এদিন প্রথমে লেনি রডরিগেজ এবং ফেরান কোরোমিনাসের গোলে ২-০ এগিয়ে যায় গোয়া। এরপর সার্থক
গলুই ও সৌভিক চক্রবর্তী পরপর দুই গোল করে লড়াইয়ে ফিরিয়ে আনেন মুম্বাইকে। কিন্তু এরপর ফের গোল করে গোয়াকে এগিয়ে দেন বোউমাস। এরপর খেলা শেষ হবার ঠিক আগে গোয়ার হয়ে শেষ গোলটি করে জয় সুনিশ্চিত করেন পেনা।
মুম্বাই সিটি এফসি - ২
পরপর দুই ম্যাচে হার মুম্বাইয়ের!
উল্টোদিকে, জিতে লীগ শীর্ষে উঠে এল গোয়া। এদিন প্রথমে লেনি রডরিগেজ এবং ফেরান কোরোমিনাসের গোলে ২-০ এগিয়ে যায় গোয়া। এরপর সার্থক
গলুই ও সৌভিক চক্রবর্তী পরপর দুই গোল করে লড়াইয়ে ফিরিয়ে আনেন মুম্বাইকে। কিন্তু এরপর ফের গোল করে গোয়াকে এগিয়ে দেন বোউমাস। এরপর খেলা শেষ হবার ঠিক আগে গোয়ার হয়ে শেষ গোলটি করে জয় সুনিশ্চিত করেন পেনা।
No comments:
Post a Comment