হিটম‍্যানের অবিশ্বাস্য 'হিটিং' এ সমতা ফেরাল ভারত। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

হিটম‍্যানের অবিশ্বাস্য 'হিটিং' এ সমতা ফেরাল ভারত। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
বাংলাদেশ - ১৫৩/৬ (২০ ওভার)
ভারত - ১৫৪/২ (১৫.৪ ওভার)

নিজের শততম টিটোয়েন্টিতে দলের অধিনায়ক হিসাবে অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ভারতকে সমতায় ফেরালেন রোহিত শর্মা। বলা চলে, মূলত তাঁর অসাধারণ ব‍্যাটিংএর সামনে কার্যত আত্মসমর্পণ করল বাংলাদেশ। সেই সঙ্গে প্রথম টিটোয়েন্টিতে অপ্রত্যাশিত হারের পর জয়ের সরণিতে প্রত‍্যাবর্তন করল ভারত।

এদিন প্রথমে ব‍্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে। মহম্মদ নইম করেন সর্বোচ্চ ছত্রিশ রান। এছাড়াও ব‍্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন সৌম্য সরকার এবং বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ। দুজনেই করেন ত্রিশ রান। ভারতের পক্ষে যুজবেন্দ্র চাহাল দুটি এবং ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, খলিল আহমেদ একটি করে উইকেট পান। উনত্রিশ রান করে ঋষভ পন্থের থ্রোয়ে রান আউট হন লিটন দাস। আগের দিনের নায়ক মুশফিকুর রহিম এদিন মাত্র চার রান করে প‍্যাভিলিয়নে ফিরে যান।

১৫৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন ভারতীয় ওপেনাররা। বিশেষ করে রোহিত তো একরকম ছেলেখেলা করেন বাংলাদেশের বোলারদের নিয়ে। শেষ পর্যন্ত তিনি আউট হন মাত্র তেতাল্লিশ বলে পঁচাশি রান করে। অন্য ওপেনার শিখর ধাওয়ান করেন একত্রিশ রান। দুইজনকেই আউট করেন আমিনুল ইসলাম। দুই ওপেনার ফিরে যাওয়ার পরে দায়িত্ব নিয়ে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুল। আইয়ার অপরাজিত থাকেন তেইশ রানে এবং রাহুল অপরাজিত থাকেন আট রানে।

সিরিজ এখন ১-১। শেষ টিটোয়েন্টি রবিবার।

No comments:

Post a Comment

Pages