ষোল বছর অধরা আই লীগ।
তাই এবার যে কোনো মূল্যে আই লীগ জিততে মরীয়া ইস্টবেঙ্গল। আই লীগের আগে তাই জোরকদমে প্রস্তুতি চলছে লাল-হলুদ শিবিরে। এবং সেই প্রস্তুতির অঙ্গ হিসাবেই আগামীকাল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। কোচ আলেহান্দ্রো চান, আগামীকালের ম্যাচে বিভিন্ন রকম কম্বিনেশন যাচাই করে নিতে। সাথে তিনি এও দেখে নিতে চান তাঁর দলের খেলোয়াড়রা কতটা ফিট। কারণ হাতে আর খুব বেশি সময় নেই।
তাই এবার যে কোনো মূল্যে আই লীগ জিততে মরীয়া ইস্টবেঙ্গল। আই লীগের আগে তাই জোরকদমে প্রস্তুতি চলছে লাল-হলুদ শিবিরে। এবং সেই প্রস্তুতির অঙ্গ হিসাবেই আগামীকাল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। কোচ আলেহান্দ্রো চান, আগামীকালের ম্যাচে বিভিন্ন রকম কম্বিনেশন যাচাই করে নিতে। সাথে তিনি এও দেখে নিতে চান তাঁর দলের খেলোয়াড়রা কতটা ফিট। কারণ হাতে আর খুব বেশি সময় নেই।
No comments:
Post a Comment