প্র‍্যাকটিস ম‍্যাচে আগামীকাল নামছে ইস্টবেঙ্গল। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

প্র‍্যাকটিস ম‍্যাচে আগামীকাল নামছে ইস্টবেঙ্গল। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
ষোল বছর অধরা আই লীগ।

তাই এবার যে কোনো মূল্যে আই লীগ জিততে মরীয়া ইস্টবেঙ্গল। আই লীগের আগে তাই জোরকদমে প্রস্তুতি চলছে লাল-হলুদ শিবিরে। এবং সেই প্রস্তুতির অঙ্গ হিসাবেই আগামীকাল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচ খেলবে ইস্টবেঙ্গল। কোচ আলেহান্দ্রো চান, আগামীকালের ম‍্যাচে বিভিন্ন রকম কম্বিনেশন যাচাই করে নিতে। সাথে তিনি এও দেখে নিতে চান তাঁর দলের খেলোয়াড়রা কতটা ফিট। কারণ হাতে আর খুব বেশি সময় নেই।


No comments:

Post a Comment

Pages