আই লীগের ভালো ফল করতে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের মতো তারাও মাঝেমাঝেই অনুশীলন ম্যাচ খেলছে। এদিন তারা অনুশীলন ম্যাচ খেলল পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে। এবং জয় পেল ৪-১ গোলে। আই লীগের আগে প্র্যাকটিস ম্যাচে বড় ব্যবধানে জয় নিঃসন্দেহে স্বস্তিতে রাখবে সবুজ- মেরুন কোচ কিবু ভিকুনাকে। কারণ আই লীগের আর খুব বেশি দেরী নেই। তার আগেই দল গুছিয়ে নেওয়ার কাজ সেরে নিতে হবে।
ছবি সৌজন্যে:- মোহনবাগানএসি.কম
ছবি সৌজন্যে:- মোহনবাগানএসি.কম

No comments:
Post a Comment