উরুগুয়ে - ২ আর্জেন্টিনা - ২
ব্রাজিল - ৩ কোরিয়া রিপাবলিক - ০
ব্রাজিলের বিরুদ্ধে জয়ের পরের ম্যাচেই উরুগুয়ের বিরুদ্ধে কোনক্রমে হার বাঁচালো আর্জেন্টিনা। এডিনসন কাভানির গোলে চৌত্রিশ মিনিটে উরুগুয়ে এগিয়ে যাওয়ার পর তেষট্টি মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান সার্জিও আগুয়েরো। কিন্তু পাঁচ মিনিট বাদে উরুগুয়েকে আবার এগিয়ে দেন লুইস সুয়ারেজ। শেষ পর্যন্ত খেলার ইনজুরি টাইমে পেনাল্টি থেকে ২-২ করে আর্জেন্টিনার হার বাঁচান লিওনেল মেসি।
এদিকে আর্জেন্টিনার বিরুদ্ধে হার পিছনে ফেলে জয়ে ফিরল কোপা চ্যাম্পিয়নরা। এদিন ব্রাজিল ৩-০ গোলে হারালো কোরিয়া রিপাবলিককে। ব্রাজিলের হয়ে গোলগুলি করেন পাকুয়েটা, কুটিনহো এবং ড্যানিলো। উল্লেখ্য, কোপা আমেরিকা জেতার পর এটিই ব্রাজিলের প্রথম জয়।
ব্রাজিল - ৩ কোরিয়া রিপাবলিক - ০
ব্রাজিলের বিরুদ্ধে জয়ের পরের ম্যাচেই উরুগুয়ের বিরুদ্ধে কোনক্রমে হার বাঁচালো আর্জেন্টিনা। এডিনসন কাভানির গোলে চৌত্রিশ মিনিটে উরুগুয়ে এগিয়ে যাওয়ার পর তেষট্টি মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান সার্জিও আগুয়েরো। কিন্তু পাঁচ মিনিট বাদে উরুগুয়েকে আবার এগিয়ে দেন লুইস সুয়ারেজ। শেষ পর্যন্ত খেলার ইনজুরি টাইমে পেনাল্টি থেকে ২-২ করে আর্জেন্টিনার হার বাঁচান লিওনেল মেসি।
এদিকে আর্জেন্টিনার বিরুদ্ধে হার পিছনে ফেলে জয়ে ফিরল কোপা চ্যাম্পিয়নরা। এদিন ব্রাজিল ৩-০ গোলে হারালো কোরিয়া রিপাবলিককে। ব্রাজিলের হয়ে গোলগুলি করেন পাকুয়েটা, কুটিনহো এবং ড্যানিলো। উল্লেখ্য, কোপা আমেরিকা জেতার পর এটিই ব্রাজিলের প্রথম জয়।
No comments:
Post a Comment