ফুটবল ছেড়ে আইস হকিতে। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

ফুটবল ছেড়ে আইস হকিতে। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
কুড়ি বছরের ফুটবল কেরিয়ার সাঙ্গ করে আইস হকিতে!

অবিশ্বাস্য হলেও সত্যি।

এবং ব‍্যক্তির নাম পের চেক। চেক প্রজাতন্ত্রের সদ‍্য প্রাক্তন গোলরক্ষক।

মাত্র সতেরো বছর বয়সে অভিষেক হয় সিনিয়র ক্লাব ফুটবলে। অসাধারণ প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে তিন বছরের মধ্যেই চেক প্রজাতন্ত্রের জাতীয় দলের জার্সি অর্জন করে নেন। পরবর্তীকালে চেক প্রজাতন্ত্রের জাতীয় দলের হয়ে ১২৪টি ম‍্যাচে তিনকাঠির নিচে দাঁড়ান। ২০০৪ ইউরো কাপে চেক প্রজাতন্ত্রের তৃতীয় হবার নেপথ্যে বড় অবদান ছিল এই গোলরক্ষকের। এরপর চেক প্রজাতন্ত্রের জাতীয় দলে দীর্ঘদিন খেলেছেন। ক্লাব ফুটবলে চেলসি এবং আর্সেনালের মত দলে খেলেছেন বহুদিন। জিতেছেন চারটি ইংলিশ প্রিমিয়ার লীগ খেতাব, পাঁচটি এফএ কাপ ও তিনটি লীগ কাপ। শুধু তাই নয়, উয়েফা চ‍্যাম্পিয়নস লীগ এবং উয়েফা ইউরোপা লীগেও বেশ সফল তিনি।

বর্তমানে সাইত্রিশ বছর বয়স এই কিংবদন্তি গোলরক্ষকের। ফুটবল থেকে অবসর নেওয়ার পর এখন তিনি চেলসির সঙ্গে যুক্ত।

কিন্তু মাঠের বাইরে থাকা একেবারেই পছন্দ নয় চেকের।

তাই সাইত্রিশ বছর বয়সেও খুঁজে নিয়েছেন নতুন এক লড়াইয়ের ময়দান। সই করেছেন ইংল্যান্ডের নামি আইস হকি দল গিল্ডফোর্ড ফিনিক্সের হয়ে। আইস হকির প্রতি তাঁর ভালোলাগা দীর্ঘদিন থেকেই। এতদিন ফুটবলের কারণে সময় দিতে পারেননি। এবার আইস হকিতে অংশগ্রহণ করবার স্বপ্ন সফল হতে চলেছে তাঁর।

এবং সবকিছু ঠিকঠাক চললে সামনের রবিবার ইংল্যান্ডের জাতীয় আইস হকি লীগের খেলায় সুইনডন ওয়াইল্ডক‍্যাটের বিরুদ্ধে আইস হকিতে অভিষেক ঘটতে চলেছে তাঁর।

No comments:

Post a Comment

Pages