আঠারো দিনে পাঁচটি আন্তর্জাতিক স্বর্ণপদক জয়, হিমার পরবর্তী লক্ষ্য অলিম্পিকে সোনা! - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

আঠারো দিনে পাঁচটি আন্তর্জাতিক স্বর্ণপদক জয়, হিমার পরবর্তী লক্ষ্য অলিম্পিকে সোনা! - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This



অসাধারণ, অবিশ্বাস্য। যে বিশেষণই ব্যবহার করা হোক না কেন, তাই যেন কম বলা হয়! 

এ যেন একপ্রকার রূপকথার কাহিনী।  

মাত্র আঠারো দিনের মধ্যে পাঁচ পাঁচটি স্বর্ণপদক জয়! তাও আবার আন্তর্জাতিক মঞ্চে। পোজনান অ্যাথলেটিক্স গ্রাঃ প্রিঃ (২০০ মিটার), কুটনো অ্যাথলেটিক্স মিট (২০০ মিটার), ক্লাডনো অ্যাথলেটিক্স মিট (২০০ মিটার), টাবোর অ্যাথলেটিক্স মিটে (২০০ মিটার) আগেই সোনা জিতেছিলেন হিমা দাস। এই জুলাই মাসেই। এবার তার সাথে যুক্ত হল চেক প্রজাতন্ত্র অ্যাথলেটিক্স মিট। গতকাল এই মিটে ৪০০ মিটারের ব্যক্তিগত ইভেন্ট এ সোনা জেতেন তিনি। তিনি তাঁর দৌড় সমাপ্ত করেন ৫২.০৯ সেকেন্ডে। বলা বাহুল্য, ৪০০ মিটার হচ্ছে তাঁর প্রিয় ইভেন্ট।এবং চোট সারিয়ে ফেরার পর এটাই ছিল তাঁর প্রথম ৪০০ মিটার দৌড়। তাও আবার ইউরোপের মাটিতে । ফলে লড়াইটা ছিল যথেষ্টই কঠিন। কিন্তু সেই কঠিন লড়াইয়ের বাধা সসম্মানে পেরোলেন অসমের এই উনিশ বছর বয়সী তরুণী। একমাসের ভিতর পর পর পাঁচটি আন্তর্জাতিক প্রতিযোগিতাতে স্বর্ণপদক জেতা হিমার লক্ষ্য এখন একটাই, আগামী বছর টোকিও অলিম্পিকে ভারতকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা এনে দেওয়া। যা কিনা এখনও ভারতের ঝুলিতে নেই। এবং যেভাবে এগোচ্ছেন হিমা, তাতে তাঁকে ঘিরে স্বপ্নের জাল রচনা করাই যায়। 

No comments:

Post a Comment

Pages