বিরাটদের হারিয়ে শীর্ষে ধোনি বাহিনী - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়



পুনে, ৫ মে: ফিরতি লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবলে শীর্ষে উঠে এল চেন্নাই সুপার কিংস। ১০ ম্যাচ খেলে সিএসকে’র সংগ্রহ ১৪ পয়েন্ট। ন’টি ম্যাচ খেলে আরসিবি ৬ পয়েন্টেই রইল। সেই সঙ্গে একাদশ আইপিএলে বিরাট কোহলিদের প্লে-অফের খেলার সম্ভাবনাও প্রায় শেষ হয়ে গেল।

টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় চেন্নাই। শুরুটা ভালো হয়নি বেঙ্গালুরুর। ওপেনার ব্রেন্ডন ম্যাকালাম (৫) দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান। পার্থিব প্যাটেল (৫৩) দারুণ ব্যাট করেন। তবে বাকিদের থেকে তিনি কোনও সাহায্য পাননি। অধিনায়ক বিরাট কোহলি ফের ব্যর্থ। রবীন্দ্র জাদেজা তাঁর প্রথম ওভারের প্রথম বলেই বিরাট কোহলিকে (৮) বোল্ড করেন। আত্মঘাতী গোল করার পর কোনও ফুটবলার যেমন অনুশোচনা করেন, তেমনি কোহলিকে আউট করে ‘অপরাধী’র মতো জাদেজার মাথায় হাত দেওয়ার ছবিটাও নজর এড়ায়নি ।

চোট সারিয়ে এই ম্যাচে খেলতে নেমেছিলেন এবি ডি’ভিলিয়ার্স। কিন্তু তিনিও কোহলির মতো হতাশ করেছেন। হরভজন সিংয়ের বলে ১ রানে এবি স্টাম্পড হন। রিভার্স সুইপ মারতে গিয়ে বলের লাইন মিস করেন এবি। চকিতে স্টাম্প ভেঙে দেন ধোনি। মনদীপ সিং সাত রান করেন। তাসের ঘরের মতো ভেঙে পড়ে আরসিবি’র ব্যাটিং। ৮৯ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল। টিম সাউদি ২৬ বলে ৩৬ রান যদি যোগ না করতেন তাহলে বেঙ্গালুরুর স্কোর ৯ উইকেটে ১২৭ রানে পৌঁছাত না। 

জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার শেন ওয়াটসন ও অম্বাতি রায়াডু দ্রুত গতিতে রান যোগ করেন। কিন্তু ওয়াটসন ১১ রানে উমেশের বলে বোল্ড হন। সুরেশ রায়না ২৫ রানে আউট হন। 
রায়াডু শুরুটা ভালো করেও ৩২ রানে ডাগ-আউটে ফেরেন। আট রান করেন ধ্রুব সোরে। আচমকা তিনটি উইকেটের পতন চেন্নাইয়ে কিছুটা চাপে ফেলে দিয়েছিল। মহেন্দ্র সিং ধোনিও শুরুতে ঝুঁকি নিতে চাননি। একটা সময় ১১ বলে তাঁর রান ছিল ৫। কিন্তু ১৮তম ওভারে ধোনিই চেন্নাইকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। মাহি ২৩ বলে ৩১ ও ডোয়েন ব্র্যাভো ১৪ রানে অপরাজিত থাকেন। তবে ব্র্যাভোর ক্যাচ ফেলেন যুজবেন্দ্র চাহাল। যা দেখে বেশ উত্তেজিত হয়ে উঠেছিলেন বিরাট কোহলি। ১৮তম ওভারে ২২ রান দিয়ে চাহাল দায়িত্ব নিয়ে দলকে ডুবিয়েছেন।

সৌজন্যে - বর্তমান

No comments:

Post a Comment

Pages