কোচের ভূমিকায় ঋদ্ধিমান সাহা | বর্তমান - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

কোচের ভূমিকায় ঋদ্ধিমান সাহা | বর্তমান

Share This


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবসরের পর অনেক ক্রিকেটারই কোচিংকে পেশা হিসাবে বেছে নেন। কেউ কেউ আবার অ্যাকাডেমিও খুলে বসেন। তবে কেরিয়ারের মধ্যগগণে থেকে ভারতীয় দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা পি সেন মেমোরিয়াল কোচিং সেন্টার নামে অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হয়ে বড় চমক দিলেন। 

কালীঘাট ক্লাবে দীর্ঘদিন ধরেই চলছে এই অ্যাকাডেমি। ঋদ্ধিমান সাহাকে সামনে পি সেন মেমোরিয়াল নতুনরূপে পথা চলা শুরু করবে ২ জুন । ৬-২৩ বছর বয়সী ছেলে-মেয়েরা এই অ্যাকাডেমিতে ভর্তি হতে পারবেন। ১২ জনের বেশি প্রশিক্ষক থাকবে বলেও জানা গিয়েছে। বিদেশ থেকেও কোচ আনার পরিকল্পনা রয়েছে বলেও উদ্যোক্তারা জানিয়েছেন। ভর্তি ফি রাখা হচ্ছে অনুমানিক পাঁচ হাজার টাকা। মাসে মাসে খরচ হাজার টাকা। ঋদ্ধি নিজেই ফেসবুকে এই খবর পোস্ট করেছেন। বাংলা থেকে আরও ঋদ্ধিমান সাহা তুলে আনার যে প্রয়াস পাপালি নিয়েছেন, তাকে সাধুবাদ জানিয়েছে ক্রিকেট মহল।

No comments:

Post a Comment

Pages