প্যারিস, ৩ মে: বেজিং ওলিম্পিক্সে দেড় হাজার মিটার দৌড়ে সোনাজয়ী আসবেল কিপরোপ ডোপ টেস্টে ধরা পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে মিডিয়ায় প্রকাশিত এই খবর সত্যি নয় বলে দাবি করেছেন কেনিয়ান অ্যাথলিটটি। ২০০৮ ওলিম্পিক্সে সোনাজয়ী আসবেল বলেন, ‘ডোপিংয়ের বিরুদ্ধে আমি সারা জীবন লড়াই চালিয়ে এসেছি। আজ কেরিয়ারের শেষ লগ্নে এমন অন্যায় কাজ করতে যাব কেন? ডাহা মিথ্যা খবর। শীঘ্রই আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে দেব।’ সেই সঙ্গে মিডিয়াকে এক হাত নিয়ে তিনি বলেন, ‘মনগড়া খবর লেখাটা এখন ওদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এটা ঠিক নয়। এর ফলে আমার এতদিনের ভাবমূর্তি সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হল। তবে আবারও বলছি আমি নির্দোষ।’

ডোপিংয়ের অভিযোগ অস্বীকার কিপরোপের | বর্তমান
Share This
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment