মাদ্রিদ মাস্টার্স থেকে বিদায় নাদালের । বর্তমান - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

মাদ্রিদ মাস্টার্স থেকে বিদায় নাদালের । বর্তমান

Share This



মাদ্রিদ, ১২ মে: প্রায় একবছর পর নিজের প্রিয় সারফেস ক্লে কোর্টে হেরে গেলেন বিশ্বের একনম্বর রাফায়েল নাদাল। মাদ্রিদ মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম ৭-৫, ৬-৩ সেটে হারালেন স্প্যানিশ তারকাকে। শুক্রবারই ডিয়েগো সোয়ার্জম্যানকে হারিয়ে ক্লে কোর্টে টানা ৫০টি সেট জেতার রেকর্ড গড়েছিলেন গতবারের চ্যাম্পিয়ন নাদাল। 

রবিবারপঞ্চম বাছাই থিয়েমের কাছে হেরে সেই জয়ের দৌড় থেমে গেল নাদালের। শুক্রবারই নাদাল ভেঙে দিয়েছিলেন জন ম্যাকেনরোর টানা ৪৯টি সেট জেতার রেকর্ড। যে রেকর্ড ম্যাকেনরো ১৯৮৪ সালে গড়েছিলেন। ২০১৭ সালে মাদ্রিদ মাস্টার্সের ফাইনালে এই নাদালের কাছেই হেরেছিলেন থিয়েম। সবচেয়ে বড় কথা, ক্লে কোর্টে এই থিয়েমের কাছে নাদাল শেষ হেরেছিলেন ২০১৭ সালে রোমে ইতালিয়ান ওপেনে। তাও ৩৫৭ দিন আগে। তবে এদিন নাদালের হেরে যাওয়ার অর্থ সোমবার প্রকাশিত হতে চলা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেতে চলেছেন রজার ফেডেরার।

No comments:

Post a Comment

Pages