'ভারত–পাক ম্যাচে কোহলিরা এগিয়ে' | আজকাল - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

'ভারত–পাক ম্যাচে কোহলিরা এগিয়ে' | আজকাল

Share This

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ভাল ফলের ব্যাপারে আশাবাদী কপিলদেব। দেশের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন। কপিলদেবের বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট ঠিক ছন্দ ফিরে পাবে।
কপিল বলে গেলেন, ‘‌কোহলির খারাপ ফর্ম নিয়ে আমি চিন্তিত নই। ওঁর যা প্রতিভা, ফিরে আসবেই। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার কোহলি। অধিনায়কও বটে। ও রান পেয়ে গেলে দলও চাঙ্গা হয়ে উঠবে।’‌ ভারতীয় পেস আক্রমণের সেরা অস্ত্র জসপ্রিত বুমরার প্রশংসায় পঞ্চমুখ কপিল জানিয়ে গেলেন, ‘‌বুমরাকে যখন প্রথম দেখেছিলাম, তখন বোঝা যায়নি এতটা উন্নতি করবে ও। এখন তো দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার। ইয়র্কারটা খুব ভাল দেয়। তাছাড়া বুমরা পাশে পাবে ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মহম্মদ সামিকে। যারা প্রত্যেকেই সেরা ছন্দে রয়েছে। অশ্বিন–জাদেজা তো থাকছেই। দেশের সেরা বোলিং আক্রমণ তো বটেই।’‌ কাগজে–কলমে ভারতীয় দল বেশ শক্তিশালী। মাঠে সেরাটা দিতে পারলেই আবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা সম্ভব। কপিলের কথায়, ‘‌দলটার মধ্যে ভারসাম্য রয়েছে। রাহানের মতো ইউটিলিটি ক্রিকেটার রয়েছে। আছে মহেন্দ্র সিং ধোনির মত অভিজ্ঞ। সঙ্গে রয়েছে যুবরাজ। যারা তরুণদের কাছে আদর্শ।’‌ ৪ জুন প্রথম ম্যাচেই ভারতের সামনে পাকিস্তান। বার্মিংহামে ভারতকেই এগিয়ে রাখলেন কপিল, ‘‌ভারতীয় দল অনেক ভাল খেলছে। এগিয়ে থাকবে কোহলিরাই। পাকিস্তানের হারানোর কিছু নেই। আন্ডারডগ হিসেবেই পাক দল মাঠে নামবে।’‌

No comments:

Post a Comment

Pages