লাল হলুদের জন্য ফের খারাপ খবর। আই লিগের ম্যাচে তারা হেরে গেল ডিএসকে–র বিরুদ্ধে। ফলে, আই লিগে যেটুকু সম্ভাবনা ছিল, সেটুকুও আর রইল না। তবে, দ্বিতীয় স্থান পাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা অবশ্য থেকে গেল।
১৬ ম্যাচে লাল হলুদের পয়েন্ট ২৭। বাকি আর দুটি ম্যাচ। লিগের সামনের সারিতে থেকে থাকা দুই দল মোহনবাগান ও আইজল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ৩৩ পয়েন্টে। ইস্টবেঙ্গল যদি পরের দুটোই জেতে, তাহলে ৩৩ পয়েন্ট হওয়ার একটা সুযোগ আছে। মোহনবাগান বা আইজলকে দুটো ম্যাচেই হারতে হবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের একটা ক্ষীণ আশা থাকবে। তবে তা নিছকই অঙ্কের হিসেবে।
রবিবার কার্যত ফাঁকা মাঠেই খেলল ইস্টবেঙ্গল। সমর্থকদের বড় অংশ মুখ ফিরিয়ে নিয়েছেন। ফুটবলারদের মধ্যেও যেন সেই তাগিদ নেই। প্রথমার্ধেই গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল। ২৯ মিনিটে জেরি মাউইমিংথাঙ্গার গোলে এগিয়ে যায় শিবাজিয়ান্স। একেবারে শেষমুহূর্তে ইস্টবেঙ্গলের সামনে গোল শোধের সুযোগ এসেছিল। অল্পের জন্য তা হাতছাড়া হয়।
No comments:
Post a Comment