দুই ভারতীয়র লড়াইয়ে শেষ হাসি প্রণীতের। সিঙ্গাপুর ওপেন সুপার সিরিজ ব্যাডমিন্টন টুর্নামেন্টে কিদাম্বি শ্রীকান্তকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন বি সাই প্রণীত।
এই প্রথম কোনও সুপার সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দুই ভারতীয় পুরুষ। যে লড়াইয়ে শেষ হাসি হাসলেন প্রণীত। ৫৫ মিনিট হাড্ডাহাড্ডি লড়াই হল। প্রথম গেম ১৭–২১ এ হেরে গিয়েছিলেন প্রণীত। পরের দুটো গেম ২১–১৭, ২১–১২ পয়েন্টে জিতে চ্যাম্পিয়ন হলেন তিনি। এই নিয়ে ৬ বার দেখা হল দু’জনের। যেখানে প্রণীত ৫–১ এগিয়ে গেলেন। প্রথম দুটো গেমে হাড্ডাহাড্ডি লড়াই হল। কিন্তু তৃতীয় গেমে দুরন্ত খেললেন প্রণীত। একসময় এগিয়ে যান ১৬–৯ পয়েন্টে। এরপর আর ম্যাচে ফিরতে পারেননি শ্রীকান্ত। গতবছর কানাডা ওপেনে জিতেছিলেন প্রণীত। এরপর লখনউতে সৈয়দ মোদি গ্রাঁ প্রি–তে শ্রীকান্তকে হারিয়েছিলেন প্রণীত। শ্রীকান্ত আবার রিও অলিম্পিকের সেমিফাইনালে উঠেছিলেন। তাই দু’জনের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বলাই বাহুল্য। হলও তাই।
এদিকে, জাকার্তায় অনূর্ধ্ব ১৫ ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ভারতের গায়ত্রী গোপীচাঁদ। অলিম্পিকে পদক জয়ী সাইনা, সিন্ধুর কোচ পুলেল্লা গোপীচাঁদের মেয়ে গায়ত্রী। সামিয়া ইমাদ ফারুকিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন গায়ত্রী। ডাবলস খেতাবও পেয়েছেন গায়ত্রী–সামিয়া। এই বিভাগে ব্রোঞ্জ পেলেন কবিপ্রিয়া এবং মেঘনা রেড্ডি। এই চারজনই গোপীচাঁদের আকাদেমির ছাত্রী। ফাইনালে ৫৬ মিনিটের ম্যাচে গায়ত্রী ২১–১৮, ১৮–২১, ২১–১৬ গেমে হারান সামিয়াকে। ডাবলস ম্যাচে গায়ত্রী–সামিয়া মাত্র ২৮ মিনিটে ২১–১৭, ২১–১৫ গেমে হারান ইন্দোনেশিয়ার কেল্লি ল্যারিসা ও শেলান্ড্রি ভয়লা জুটিকে। প্রথম এই টুর্নামেন্টে দল পাঠাল হায়দরাবাদের গোপীচাঁদ আকাদেমি। প্রথমবারই এল দুরন্ত সাফল্য।
No comments:
Post a Comment