আইসিসির সভায় নেই শ্রীনিবাসন । আজকাল - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

আইসিসির সভায় নেই শ্রীনিবাসন । আজকাল

Share This


আইসিসির সভায় যেতে পারবেন না এন শ্রীনিবাসন। সুপ্রিম কোর্ট তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ২৪ তারিখের সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরি এবং রাহুল জোহরি। 

ঠিক কী কারণে আইসিসির সভায় যেতে পারলেন না এন শ্রীনিবাসন?‌ স্বার্থের সংঘাত ছাড়া অন্য কোনও কারণ এখানে দেখা যাচ্ছে না। এন শ্রীনিবাসন একদিকে বোর্ডের পদে রয়েছেন, অন্যদিকে রাজ্য সংস্থার শীর্ষপদে আছেন। তার উপরে ৭০ বছর বয়স হয়ে গেছে শ্রীনিবাসনের। লোধা কমিটির বক্তব্য অনুযায়ী, একই ব্যক্তি দু’‌টি পদে থাকতে পারেন না। সুপ্রিম কোর্ট ১০ এপ্রিল জানিয়ে দিয়েছিল, যে ব্যক্তি একই সঙ্গে দু’‌টি পদে রয়েছেন, আইসিসির সভায় যাওয়ার অধিকার তাঁর নেই। এই যুক্তিতেই বাদ পড়ে গেলেন বোর্ডের প্রাক্তন সভাপতি শ্রীনিবাসন। এদিন বিচারপতি দীপক মিশ্র, এএম খানওয়ালকার, ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ তাদের রায়ে জানিয়েছে, ‘‌অমিতাভ চৌধুরি বোর্ড প্রতিনিধি হয়ে আইসিসির সভায় যাবেন। সঙ্গে থাকবেন রাহুল জোহরি। ‌‌

No comments:

Post a Comment

Pages