শিলঙ থেকে লুধিয়ানা। ১৩ ডিগ্রির ঠান্ডা থেকে সরাসরি ৪২ ডিগ্রির গরম। মোহনবাগান ফুটবলারদের নাভিশ্বাস অবস্থা। এমনিতেই টানা ম্যাচ খেলে সোনিরা ক্লান্ত। তার উপর লাজঙ ম্যাচের পরের দিন প্রায় ১৪ ঘণ্টার সফর। ভোর চারটের সময় শিলঙ থেকে রওনা দিয়ে সঞ্জয় সেন ব্রিগেড যখন লুধিয়ানা পৌঁছালো তখন ঘড়ির কাটা সন্ধ্যা ৬টা ছুয়েছে। ক্লান্তির ছাপ ফুটবলারদের চোখে মুখে। লুধিয়ানা পৌছেও সমস্যায় মোহনবাগান।
ফুটবলাররা ক্লান্ত হওয়ায় বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা অবধি অনুশীলন করতে চেয়েছিলো মোহনবাগান। কিন্তু মিনার্ভার পক্ষ থেকে জানানো হয় দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুশীলন করতে হবে মোহনবাগান ফুটবলারদের। অমানবিক এই বিষয়টি নিয়ে মিনার্ভার কাছে অনুরোধ জানিয়েও সাড়া মেলেনি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ফেডারেশনের দ্বারস্থ হয়েছে সবুজমেরুন শিবির। প্রতিবাদস্বরূপ শুক্রবার অনুশীলন নাও করতে পারেন সোনিরা। এমনিতেই ফুটবলাররা ক্লান্ত তার উপর ১২টা থেকে অনুশীলন করলে তাঁদের ক’জন ম্যাচ খেলতে পারবেন তা নিয়ে সন্দেহ আছে সবারই। এই গুরুত্বপূর্ণ সময়ে তাই কোন ঝুঁকি নিতে চাইছে না মোহনবাগান টিম ম্যানেজম্যান্ট।
ফুটবলাররা ক্লান্ত হওয়ায় বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা অবধি অনুশীলন করতে চেয়েছিলো মোহনবাগান। কিন্তু মিনার্ভার পক্ষ থেকে জানানো হয় দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুশীলন করতে হবে মোহনবাগান ফুটবলারদের। অমানবিক এই বিষয়টি নিয়ে মিনার্ভার কাছে অনুরোধ জানিয়েও সাড়া মেলেনি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ফেডারেশনের দ্বারস্থ হয়েছে সবুজমেরুন শিবির। প্রতিবাদস্বরূপ শুক্রবার অনুশীলন নাও করতে পারেন সোনিরা। এমনিতেই ফুটবলাররা ক্লান্ত তার উপর ১২টা থেকে অনুশীলন করলে তাঁদের ক’জন ম্যাচ খেলতে পারবেন তা নিয়ে সন্দেহ আছে সবারই। এই গুরুত্বপূর্ণ সময়ে তাই কোন ঝুঁকি নিতে চাইছে না মোহনবাগান টিম ম্যানেজম্যান্ট।
অন্যদিকে শুক্রবার ইস্টবেঙ্গল অনুশীলনে বিক্ষোভের আগুন জ্বলতে চলেছে। ইস্টবেঙ্গল সমর্থকদের পক্ষ থেকে বলা হচ্ছে শুক্রবার দলের অনুশীলনে উপস্থিত থেকে বিক্ষোভ দেখাবেন তাঁরা। টানা ১৩ বছর আই লিগ না পাওয়ার জ্বালা বুকে নিয়েই এবছর আই লিগের প্রতীক্ষায় ছিলেন তাঁরা। কিন্তু শিলিগুড়িতে মোহনবাগানের বিরুদ্ধে হার তাঁদের সব ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। তাই বিক্ষোভের পথে তাঁরা। হ্যাকেট এবং অভিজিৎ মণ্ডলের ছাঁটাই নিয়েও ইস্টবেঙ্গলে বিভ্রান্তি। বৃহস্পতিবার অভিজিৎ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমাকে যে ইস্টবেঙ্গল রাখছে না, আমি সংবাদমাধ্যমের কাছেই প্রথম শুনলাম। আমাকে ক্লাবের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। আমি তো শুক্রবার দলের অনুশীলনেও যোগ দেবো।’ মনে করা হচ্ছে শুক্রবার অনুশীলনেই হ্যাকেট এবং অভিজিতের বিদায়ে সরকারি শিলমোহর পড়বে।
No comments:
Post a Comment