বিসিসিআইয়ের বৈঠকে প্রস্তাব পাশ, ছয় বছরের জন্যে মসনদে থাকতে পারেন মহারাজ। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

বিসিসিআইয়ের বৈঠকে প্রস্তাব পাশ, ছয় বছরের জন্যে মসনদে থাকতে পারেন মহারাজ। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
দরকার শুধু সুপ্রিম কোর্টের শিলমোহরের। তাহলেই ছয় বছরের জন্যে ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন বিসিসিআইয়ের এক বৈঠকে লোঢা কমিটির প্রস্তাবিত কুলিং অফ পিরিয়ডের নিয়ম বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়। যে নিয়ম বহাল থাকলে মাত্র নয় মাস বাদেই বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াতে হতো।

আসল ব‍্যাপার হল, সৌরভের মত একজন দক্ষ ক্রিকেট প্রশাসক মাত্র নয় মাস চেয়ারে থাকার পর সরে যান, তা চাইছেন না কেউই। বিশেষজ্ঞদের মতে, এতদিন বাদে এমন একজন ব‍্যক্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের নেতৃত্বে রয়েছেন, যার ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কারোরই মনে কোনরকম সংশয় নেই। সৌরভ শুধু ভারত তথা বিশ্বের অন‍্যতম সেরা খেলোয়াড়ই ছিলেন না, অধিনায়ক হিসাবেও ভারতীয় ক্রিকেটকে অনেক সমৃদ্ধ করেছেন। তাই এইরকম একজন মানুষ দীর্ঘমেয়াদী ভিত্তিতে ভারতীয় বোর্ডের দায়িত্ব পালন করুন, তা চাইছেন সকলেই।


No comments:

Post a Comment

Pages