কোহলির ব‍্যাটে বিরাট জয় ভারতের। - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

কোহলির ব‍্যাটে বিরাট জয় ভারতের। - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This
ওয়েস্ট ইন্ডিজ - ২০৭/৫ (২০ ওভার)
ভারত - ২০৯/৪ (১৮.৪ ওভার)

ফের বিরাট কোহলির দাপট। যে দাপটের সামনে পড়ে ২০৭ রানের বিশাল স্কোর করেও হারতে হল ওয়েস্ট ইন্ডিজকে। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। এভিন লুইস (৪০), ব্র‍্যান্ডন কিং (৩১) এবং শিমরন হেটমায়ার (৫৬) শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন ক‍্যারিবিয়ানদের ইনিংস। যার ওপর নির্ভর করে শেষ দিকে ঝড় তোলেন ক‍্যারিবিয়ানদের অধিনায়ক কায়রন পোলার্ড (৩৭) এবং জেসন হোল্ডার (অপরাজিত ২৪)। ভারতের হয়ে যুজবেন্দ্র চাহাল ২টি, এবং ১টি করে উইকেট পান রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং দীপক চাহার।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। মাত্র ৮ রান করে খ‍্যারি পিয়েরের বলে ফিরে যান তিনি। এরপর ভারতের ইনিংসের হাল ধরেন লোকেশ রাহুল এবং অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটের পার্টনারশিপে দুইজনে ১০০ রান যোগ করেন। এরপর রাহুল ব‍্যক্তিগত ৬২ রানে ফিরে গেলেও বিরাট কোহলি শেষ পর্যন্ত অপরাজিত থেকে ভারতের জয় সুনিশ্চিত করেন। বিরাট অপরাজিত থাকেন ৯৪ রানে। যে রান করতে তিনি নেন মাত্র ৫০ বল। এদিনও ব‍্যর্থ রিষভ পন্থ (১৮)।






No comments:

Post a Comment

Pages