বার্সেলোনাকে সম্মান নয় জিদানের - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

বার্সেলোনাকে সম্মান নয় জিদানের

Share This


জীবনের শেষ এল ক্লাসিকো খেলবেন আন্দ্রে ইনিয়েস্তা। চিরশত্রু ক্লাবের এই ফুটবল-শিল্পীকে প্রশংসায় ভরিয়ে দিলেও লিয়োনেল মেসির বার্সেলোনাকে একহাত নিলেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের ফরাসি ম্যানেজার পরিষ্কার বলে দিলেন, লা লিগা ও কোপা দেল রে জিতলেও রবিবার ক্যাম্প ন্যু-তে কোনও ভাবেই তাঁর ক্লাব বার্সাকে ‘গার্ড অব অনার’ দেবে না।

জিদানের যুক্তি, ‘‘আমরা ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার পরে প্রথা ভেঙে এল ক্লাসিকোয় ওরা আমাদের ‘গার্ড অব অনার’ দেয়নি। ওরা বলতে পারে, ওই টুর্নামেন্টে খেলেনি বলেই সেটা করেছিল। কিন্তু ঘটনা তা নয়। ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলতে হলে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হয়। আর চ্যাম্পিয়ন্স লিগে তো ওরাও খেলেছিল।’’

জিদান অবশ্য এটাও বলেছেন যে, সিদ্ধান্ত নেওয়ার মালিক তিনি নন। চূড়ান্ত যা ঠিক করার তা ক্লাবই করবে। তবু তাঁর বক্তব্য, ‘‘ওদের সাফল্যকে অসম্মান করছি না। কিন্তু বার্সা আমাদের প্রতি সৌজন্য দেখায়নি বলেই আমরাও সেটা দেখাতে চাই না।’’ তবে রিয়াল-গুরু কিন্তু মেসিদের সাফল্যকে খাটো করেননি। তাঁর মন্তব্য, ‘‘লা লিগা জেতার জন্য বার্সাকে অভিনন্দনই জানাচ্ছি। আমার মতে চ্যাম্পিয়ন্স লিগ জেতার থেকেও কঠিন লা লিগা খেতাব পাওয়া। শুধু কঠিন না, সব চেয়ে কঠিন। তবু ওই ‘গার্ড অব অনার’-এর ব্যাপারে আমি আমার সিদ্ধান্ত থেকে সরছি না।’’

সান্তিয়াগো বের্নাবাউয়ে এ বারের লা লিগায় প্রথম লড়াই বার্সেলোনাই ৩-০ গোলে জিতেছিল। শেষ পর্যন্ত খেতাবের দৌড় থেকে ছিটকে গেলেও  রিয়াল নিশ্চিতভাবেই চাইবে সেই হারের বদলা নিতে। জিদান ইঙ্গিতে হলেও বুঝিয়ে দিয়েছেন যে, কোনও ভাবেই তিনি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা মাথায় রেখে দলের তারকাদের বিশ্রাম দেওয়ার ঝুঁকি নেবেন না। কারণ এই ম্যাচ সব সময়ই তাঁদের কাছে সম্মানরক্ষার। তা ছাড়া লিগ টেবিলে দু’নম্বরে শেষ করতে হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কাছে জেতা ছাড়া অন্য কোনও রাস্তাও খোলা নেই। এই দু’নম্বরের জন্য রোনাল্ডোদের লড়াইটা আতলেতিকো দে মাদ্রিদের সঙ্গে। ‘‘ভাল করেই জানি যে এই ম্যাচের ফলের উপরে আমাদের খেতাব জেতা না জেতা নির্ভর করবে না। তবু আমরা ক্যাম্প ন্যু থেকে জিতে ফিরতে যতটা সম্ভব ভাল খেলতে চাই,’’ বলেছেন জিদান। রিয়াল মাদ্রিদ ম্যানেজার সঙ্গে এটাও বলেছেন, কোনও ফুটবলারের চোট থাকলে তাঁকে নামানোর ঝুঁকি তিনি নেবেন না, ‘‘আমার হাতে অনেক বিকল্প। ভারান (রাফায়েল) আর ইস্কোও টিমের সঙ্গে যাচ্ছে।’’

এ বারের ক্লাসিকো আরও একটা কারণে স্মরণীয় হতে যাচ্ছে। কিংবদন্তি স্পেনীয় মিডফিল্ডার আন্দ্রে ইনিয়েস্তা রবিবারই ক্যাম্প ন্যু’তে তাঁর জীবনের শেষ ক্লাসিকো খেলবেন। যা নিয়ে জিদান বলেছেন, ‘‘আমরা সবাই ওকে শ্রদ্ধা করি। মানুষ ইনিয়েস্তা কেমন তাও ভাল করে জানি। তাই আমরা সবাই ওকে অভিনন্দন আর শুভেচ্ছা জানাব। চাইব, ওর আগামী দিনগুলো আরও সুন্দর হয়ে উঠুক।’’

রবিবার লা লিগা

বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ।

(রাত ১২-১৫। সরাসরি সম্প্রচার সোনি টেন টু, সোনি টেন ওয়ান চ্যানেলে।)  

so

No comments:

Post a Comment

Pages