অসিদের হয়ে সওয়াল সানির | আজকাল - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

অসিদের হয়ে সওয়াল সানির | আজকাল

Share This

ক্রিকেট অস্ট্রেলিয়া আর সে দেশের ক্রিকেটারদের মধ্যে ঝামেলা বেধেছে। একদিন আগেই এ বিষয়ে মুখ খুলেছিলেন ইয়ান হিলি। এবার খুললেন সুনীল গাভাসকার। তিনি অস্ট্রেলীয় ক্রিকেটারদের পাশেই দাঁড়িয়েছেন। বলেছেন, ‘আরও বেশি, কে না চায়?‌ যদি ক্রিকেটাররা মনে করে, আরও বেশি টাকা ওদের প্রাপ্য, তা হলে অবশ্যই চাইবে।
অস্ট্রেলীয় ক্রিকেটাররা বুঝে গেছে, ওদের বোর্ডের লাভ বাড়ছে। তাই ওই লভ্যাংশ থেকে বাড়তি কিছু ওরা চাইছে। বিষয়টি নিয়ে এবার আলোচনায় বসা দরকার। দু’‌তরফ কথা বলেই দর ঠিক করুক।’‌ আইপিএলে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কেন খেলা ছেড়ে দেবে, সেটা নিয়েও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন গাভাসকার। বলেছেন, ‘অনেক ক্রিকেটারই আইপিএলে ৪৫ দিন খেলে যত টাকা রোজগার করে, ঘরোয়া ক্রিকেটে দুই–তিন মরশুম খেললেও তা পায় না। তা হলে আইপিএলে খেলবে না কেন?‌ আমি বলছি না, ক্রিকেটারদের লাই দিয়ে মাথায় তুলুক বোর্ড। তবে ন্যায্য মূল্য দিক।’‌ আইপিএলে যে ক্রিকেটাররা খেলার সুযোগ পাচ্ছে না, তাদের কথা ভেবে দুঃখিত ভারতের প্রাক্তন অধিনায়ক। বলেছেন, ‘‌একজন ক্রিকেটার ধরা যাক ৮১ দিন ঘরোয়া ক্রিকেটে খেলে ৩‌০-‌৪০ লাখ টাকা রোজগার করল। আর সেখানে একজন আনকোরা ছেলে, হয়ত বিশ্বের কোনও এক কোনা থেকে উঠে এসেছে, সে ১৪-‌১৬ দিন খেলে সাড়ে তিন, চার কোটি টাকা রোজগার করে গেল!‌ এটা সত্যিই তো অন্যায়। কিছুতেই মানা যায় না।’‌ এখানেই শেষ নয়। গাভাসকার রনজি প্লেয়ারদের উদাহরণ তুলে ধরেছেন। তাঁর মতে, ‘‌শুধুই রনজি ট্রফি খেলেছে যে সব ক্রিকেটার, তারা তো ভারতীয় ক্রিকেটে অনাথের মতো!‌ তাই যদি হবে, তা হলে দেশের হয়ে খেলেনি যে সব ক্রিকেটার কিন্তু আইপিএলে খেলছে, তাদের টাকা পাওয়ার একটা ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া উচিত।’‌ বিশ্বের অন্য টোয়েন্টি ২০ লিগে খেলতে ভারতীয় ক্রিকেটারদের সমস্যা হয়। এই দিকটায়ও আলো ফেলেছেন গাভাসকার। বলেছেন, ‘‌ভারতীয় ক্রিকেটাররা একমাত্র ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পারে। বাকি আর কোনও লিগে খেলার সুযোগ পায় না। কারণ, দেশের ঘরোয়া মরশুমের ক্রিকেট চলতে থাকে। যার ফলে সূচির সঙ্ঘাত অবধারিতভাবেই ঘটে।’‌

No comments:

Post a Comment

Pages